৬৫ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করল WhatsApp, আপনার নম্বর এই তালিকায় নেই তো

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp রবিবার জানিয়েছে যে, তারা মে মাসে ভারতে ৬.৫ মিলিয়নেরও বেশি (অর্থাৎ ৬৫ লক্ষ)...
techgup 3 July 2023 2:32 PM IST

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp রবিবার জানিয়েছে যে, তারা মে মাসে ভারতে ৬.৫ মিলিয়নেরও বেশি (অর্থাৎ ৬৫ লক্ষ) অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। নতুন আইটি রুলস ২০২১ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মোট নিষিদ্ধ অ্যাকাউন্টের মধ্যে ২৪ লাখ ২০ হাজার অ্যাকাউন্ট কোনো রিপোর্ট পাওয়ার আগেই নিষিদ্ধ করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে কত WhatsApp অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে

রিপোর্ট অনুসারে, এপ্রিল পর্যন্ত ভারতে ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী ছিল হোয়াটসঅ্যাপের। তবে মে মাসে ৭৪ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করায় এই সংখ্যা কমলো। মে মাসে প্ল্যাটফর্মটি ৩,৯১২ টি রিপোর্ট পেয়েছিল এবং এর মধ্যে ২৯৭ টি মামলা নিষ্পত্তি করা হয়েছিল এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

যে কারণে নিষিদ্ধ হয়েছে WhatsApp অ্যাকাউন্ট

ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন আইটি নিয়মের আওতায় এসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। আইটি রুলস ২০২১ অনুযায়ী, প্রতি মাসে ৫০ লক্ষের বেশি ব্যবহারকারী রয়েছে এমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে আইটি মন্ত্রকের কাছে ব্যবহারকারীর সুরক্ষা সম্পর্কিত রিপোর্ট জমা দিতে হবে।

WhatsApp এর মতে, ব্যবহারকারীর নিরাপত্তা নিয়ে তৈরি এই রিপোর্টে, অভিযোগের পরিমাণ এবং তাদের নেওয়া পদক্ষেপ সম্পর্কিত তথ্য সরকারের কাছে সরবরাহ করা হয়েছে।

Show Full Article
Next Story