একঝাঁক নতুন ফিচার আনল WhatsApp, বদলে যাবে অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা

বিগত কয়েক সপ্তাহ ধরে বিটা ভার্সনে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর, এবার সমস্ত সাধারণ ইউজারদের জন্য কিছু নতুন ফিচার চালু করল WhatsApp। এক্ষেত্রে প্ল্যাটফর্মটিতে স্ট্যাটাস সম্পর্কিত…

বিগত কয়েক সপ্তাহ ধরে বিটা ভার্সনে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর, এবার সমস্ত সাধারণ ইউজারদের জন্য কিছু নতুন ফিচার চালু করল WhatsApp। এক্ষেত্রে প্ল্যাটফর্মটিতে স্ট্যাটাস সম্পর্কিত একটি ফিচার আনা হয়েছে, যা Instagram-এর অনুরূপ। আবার এরই সাথে ‘অনলাইন’ (Online) স্ট্যাটাস হাইড করা, অনলাইন কলের জন্য লিঙ্ক তৈরি করার মত কিছু নতুন অপশনও সর্বসাধারণের ব্যবহারের উপযোগী হয়েছে। Android বা iOS – উভয় ধরণের ডিভাইস ইউজাররাই WhatsApp-এর নতুন বৈশিষ্ট্যগুলির স্বাদ পাবেন। কিন্তু ঠিক কতটা বদলাচ্ছে WhatsApp? আসুন, সেই প্রেক্ষিতে জেনে নিই নয়া ফিচারগুলি সম্পর্কে খুঁটিনাটি।

WhatsApp-এ এখন দেখা যাবে এই সমস্ত বদল

১. স্ট্যাটাস আপডেট: এখন থেকে হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রোফাইল ফটোতে স্ট্যাটাস সাইনও দেখা যাবে। এক্ষেত্রে আপনার কন্ট্যাক্টসে থাকা কোনো ব্যক্তি যদি স্ট্যাটাস সেট করেন তাহলে আপনি অ্যাপ খুললেই চ্যাটবক্সে সেই ব্যক্তির প্রোফাইল ফটোর চারপাশে সবুজ বা নীল রঙের একটি বৃত্ত দেখতে পাবেন। মানে এখন আলাদা স্ট্যাটাস সেকশনের সাথে আপনি একটি নতুন অপশনও পাবেন, যার মাধ্যমে কারো প্রোফাইল ফটোতে ক্লিক করার সাথে সাথেই স্ক্রিনে তার স্ট্যাটাস দেখা যাবে। উল্লেখ্য, এই নতুন বৈশিষ্ট্যটি আগে থেকেই ইনস্টাগ্রামে উপলব্ধ। তবে কিছুদিন আগে এটি হোয়াটসঅ্যাপ বিটায় অন্তর্ভুক্ত হয়।

Photo 2022 10 25 14 34 55

২. গ্রুপ কলিং লিঙ্ক, স্ট্যাটাস রিয়্যাকশন এবং আরো অনেক কিছু: এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে কোনো স্বতন্ত্র (individual)/গ্রুপ চ্যাটের কল আইকনে ক্লিক করে কিংবা কল ট্যাব থেকে নির্দিষ্ট অপশনের সাহায্যে ইচ্ছেমত ভয়েস বা ভিডিও কল করতে পারতেন ইউজাররা। তবে এবার থেকে গুগল মিট (Google Meet) জাতীয় প্ল্যাটফর্মের মতই এখানেও গ্রুপ কল করার জন্য লিঙ্ক তৈরি করা যাবে। এর জন্য কল ট্যাবের ‘ক্রিয়েট কল লিঙ্ক’ (Create call link) অপশনটি বেছে নিতে হবে।

Photo 2022 10 25 14 35 33

শুধু তাই নয়, এখন চ্যাটিংয়ের পাশাপাশি কারো স্ট্যাটাসেও ইমোজির মাধ্যমে রিয়্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউজাররা। তবে এক্ষেত্রে রিয়্যাকশন হিসেবে ডিফল্ট ৮টি ইমোজি ব্যবহার করার বিকল্প মিলবে। কারো স্ট্যাটাসে ক্লিক করলেই রিপ্লাই বারের সাথে স্ক্রিনে ভেসে উঠবে এই ইমোজিগুলি।

৩. অনলাইন স্ট্যাটাস হাইড: অনেকেই হোয়াটসঅ্যাপে অনলাইন আছেন কিনা তা অন্যদের জানাতে চাননা। সেক্ষেত্রে তারা এখন সংস্থার নতুন প্রাইভেসি সেটিংসের সাহায্য নিয়ে সবার থেকে বা নির্বাচিত ইউজারদের জন্য অনলাইন স্ট্যাটাস হাইড করতে পারবেন। এই ফিচারটিও অতিসম্প্রতি সমস্ত স্টেবল ইউজারদের জন্য রোলআউট হয়েছে।

Photo 2022 10 25 14 36 14

আসছে আরো ফিচার

রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ অ্যাপে আরো অনেক নতুন ফিচার দেখা যাবে। এর মধ্যে রয়েছে মেসেজ এডিট (Message Edit), আন্ডু মেসেজ (Undo Message)-এর মত অপশন যাদের মাধ্যমে পাঠানো মেসেজ এডিট করা বা ডিলিট করা মেসেজ ফের চ্যাটে ফিরিয়ে আনা যাবে। এছাড়াও আগামীদিনে হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণকারীদের সংখ্যাসীমা বেড়ে ১,০২৪ হবে বলে জানা গিয়েছে।