- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- WhatsApp Update: স্ট্যাটাসে মেনশন করা...
WhatsApp Update: স্ট্যাটাসে মেনশন করা যাবে পুরো গ্ৰুপ চ্যাট, হোয়াটসঅ্যাপে এল মজাদার ফিচার
আরও এক নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এবার ব্যবহারকারীরা তাদের পুরো গ্ৰুপ চ্যাট স্ট্যাটাসে মেনশন করতে পারবেন। নতুন আপডেট এল অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে।
হোয়াটসঅ্যাপে যোগ হতে চলেছে আরও একটি ফিচার। এবার থেকে স্ট্যাটাসে মেনশন করা যাবে পুরো গ্রুপ চ্যাট।
এই ফিচারের লক্ষ্য হল বড় গ্ৰুপগুলিকে কোনও তথ্য শেয়ার করা বা ঘোষণা করার জন্য নোটিফাই করা। স্ট্যাটাসে মেনশন করলেই এক ক্লিকে সেই তথ্য জেনে যাবেন গ্রুপের সকল সদস্য। স্ট্যাটাস সেকশনে সেই সুযোগ করে দিতে উদ্যোগী WhatsApp।
স্ট্যাটাসে গ্রুপ চ্যাট মেনশনের সুবিধা আনছে WhatsApp
WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী, স্ট্যাটাস আপডেটে গ্ৰুপ চ্যাট মেনশন করার জন্য একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে এটি অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে উপলব্ধ। গ্ৰুপের সবাইকে স্ট্যাটাসের মাধ্যমে নোটিফাই করা যাবে ফিচারটির মাধ্যমে। টেক্সট, ছবি কিংবা ভিডিয়ো - যে কোনও ধরনের স্ট্যাটাসে মেনশন করতে পারবেন।
যখনই কোনও কন্ট্যাক্ট মেনশন হবেন স্ট্যাটাসে তার কাছে একটি নোটিফিকেশন ও চ্যাটে মেসেজ চলে যাবে। বর্তমানে ব্যবহারকারীরা প্রতি স্ট্যাটাস আপডেটে সর্বাধিক ৫ জন কন্ট্যাক্টকে মেনশন করতে পারেন। ফিচারটি ব্যবহারকারীদের পুরো গ্রুপকেই মেনশন করার সুযোগ করে দেবে। স্ট্যাটাস অপশনে ট্যাপ করে সার্চ বারের একদম ডানদিকে @ আইকনে ক্লিক করে মেনশন করা যাবে।
পাঁচজন করে মেনশনের লিমিট তুলে দিচ্ছে WhatsApp
ফিচারটির বড় সুবিধা হল, ব্যবহারকারীরা সবাইকে আলাদা করে না জানিয়ে কোনও ঘোষণা, ইভেন্ট বা শেয়ার করার মতো কন্টেন্ট সম্পর্কে সমস্ত সদস্যকে একবারেই অবগত করতে পারবেন। বর্তমানে, ব্যবহারকারীরা প্রতি স্ট্যাটাস আপডেটে শুধুমাত্র পাঁচটি কন্ট্যাক্ট মেনশন করতে পারে। যা বড় অংশের গ্ৰুপকে জানানোর ক্ষেত্রে একটি বড় বাধা ছিল। এবার সেই সীমাবদ্ধতা তুলে নিচ্ছে হোয়াটসঅ্যাপ।
স্ট্যাটাসে যখন কেউ একটা গ্রুপকে মেনশন করবেন, তখন গ্রূপের সকল সদস্য একটি নোটিফিকেশন পাবেন। এই বৈশিষ্ট্যটি সময় বাঁচাতে সাহায্য করবে। পাশাপাশি গ্রুপের সমস্ত সদস্যদের একই সাথে নোটিফাই করার বিষয়টি নিশ্চিত করবে। তবে ফিচারটি পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের নতুন বিটা ভার্সন ডাউনলোড করতে হবে।
আরও এক নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এবার ব্যবহারকারীরা তাদের পুরো গ্ৰুপ চ্যাট স্ট্যাটাসে মেনশন করতে পারবেন। নতুন আপডেট এল অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে।