- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- বদলে যাচ্ছে WhatsApp থেকে ফটো শেয়ারের...
বদলে যাচ্ছে WhatsApp থেকে ফটো শেয়ারের পদ্ধতি, নতুন উপায়ে কীভাবে ছবি পাঠাবেন জেনে নিন
WhatsApp একটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপ। যার মাধ্যমে আমরা যেকোনো ধরনের মিডিয়া ফাইল একে অপরের সাথে...WhatsApp একটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপ। যার মাধ্যমে আমরা যেকোনো ধরনের মিডিয়া ফাইল একে অপরের সাথে ভাগ করে নিতে পারি। আর লঞ্চ হবার পর থেকে ব্যবহারকারীদের সুবিধার্থে এই ম্যাসেজিং অ্যাপের সাথে একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে। সম্প্রতি এই অ্যাপটি আবার একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। যার মাধ্যমে ফটো শেয়ারিং আরো সহজ হয়ে উঠতে পারে।
WABeta Info-এর রিপোর্ট অনুসারে, WhatsApp একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজের ছবি পরিচিত মানুষের সাথে নির্বিঘ্নে শেয়ার করতে পারবে। রিপোর্ট বলা হয়েছে, ব্যবহারকারীরা কেবলমাত্র অ্যাটাচ ফাইল বাটনটি দীর্ঘক্ষণ প্রেস করে রাখলেই সরাসরি তাদের সামনে ফটো গ্যালারী উপস্থিত হবে। আর এই ফিচারটি ছবি পাঠানোর সময় ফটো গ্যালারী অপশনটি সিলেক্ট করার প্রয়োজনীয়তা দূর করবে, পাশাপাশি, ব্যবহারকারীদের সময় বাঁচাতেও সাহায্য করবে।
হোয়াটসঅ্যাপের এই ফিচারটি ইতিমধ্যেই কিছু কিছু নির্বাচিত ব্যবহারকারীদের (বিটা) জন্য রোলআউট করা হয়েছে। আর শীঘ্রই সকল ব্যবহারকারীদের জন্য এটি উপলব্ধ হবে। তবে, হোয়াটসঅ্যাপ তাদের অফিসিয়াল চেঞ্জলগে এই ফিচার সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।
উল্লেখ্য, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সুন্দর করে তোলার জন্য সংস্থাটি আরো বেশ কিছু ফিচার নিয়ে কাজ করছে। জানা গিয়েছে সংস্থাটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য কনভারসেশন, বিভিন্ন আপডেট শেয়ার এবং স্ট্রিমলাইন চ্যাট পরিচালন উন্নত করার চেষ্টা করছে। এছাড়াও, হোয়াটসঅ্যাপ, স্ট্যাটাস আপডেটের নোটিফিকেশন নিয়েও কাজ করছে। অর্থাৎ, এবার থেকে কন্ট্যাক্ট লিস্টে থাকা কোনো ব্যবহারকারী স্ট্যাটাস আপডেট করলে আপনার কাছে নোটিফিকেশন আসবে।