WhatsApp: ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য নতুন ভার্সন আনল হোয়াটসঅ্যাপ

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp তাদের ব্যবহারকারীদের সুবিধার্থে এবং ইউজার ইন্টারফেসকে আরো উন্নত করার জন্য প্রায়শই কোনো না কোনো নতুন ফিচার তথা আপডেটের সাথে হাজির হয়ে…

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp তাদের ব্যবহারকারীদের সুবিধার্থে এবং ইউজার ইন্টারফেসকে আরো উন্নত করার জন্য প্রায়শই কোনো না কোনো নতুন ফিচার তথা আপডেটের সাথে হাজির হয়ে যায়। যেমন সম্প্রতি, উক্ত প্ল্যাটফর্মটি তাদের ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য একটি নতুন WhatsApp ভার্সন আনার প্রস্তুতি নিচ্ছে বলে আমাদের কাছে খবর এসেছে। তবে ফাইনাল রিলিজের আগে, এই মুহূর্তে সংস্থাটি তাদের এই আপকামিং ভার্সনের বিটা সংস্করণ রিলিজ করেছে। আসুন এই বিষয়ে আরো বিশদে জেনে নেওয়া যাক…

ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য একটি নতুন বিটা ভার্সন রোলআউট করল WhatsApp

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকিং সাইট WABetaInfo, এই আসন্ন হোয়াটসঅ্যাপ ট্যাবলেট ভার্সনের আগমনের খবর প্রকাশ্যে এনেছে। রিপোর্ট অনুসারে – হোয়াটসঅ্যাপ ‘কম্প্যানিয়ন মোড’ -এর একটি নতুন সংস্করণ প্রকাশ করতে চলেছে, যা অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলিকে অন্যান্য ডিভাইসে বিদ্যমান হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করার অনুমতি দেবে। এই ফিচারের অন্যতম বিশেষ একটি বৈশিষ্ট্য হল, ব্যবহারকারীরা তাদের বর্তমান অ্যাকাউন্টের ফোন নম্বর দিয়েই ট্যাবলেটে হোয়াটসঅ্যাপ চালনা করতে পারবেন।

এইভাবে ট্যাবলেটে ডাউনলোড ও ব্যবহার করুন WhatsApp

১. ট্যাবলেটে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য, প্রথমেই গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ডাউনলোড করতে হবে।

২. এরপর, আপনাকে আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপে গিয়ে সেখানে ‘Link Device’ বিকল্পের সাহায্যে QR কোড স্ক্যান করে ট্যাবলেটে ইনস্টল করা হোয়াটসঅ্যাপে লগ-ইন করতে হবে, ঠিক যেমন ডেস্কটপের ক্ষেত্রে করে থাকেন।

৩. পরবর্তীতে, আপনি যদি হোয়াটসঅ্যাপ বিটা টেস্টিং করার জন্য এলিজেবল বা যোগ্য প্রমাণিত হন, তবে ডিভাইসে লগ ইন করার সাথে সাথেই একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপ ট্যাবলেট ভার্সনে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনের যাবতীয় ফিচার এবং সুবিধা অ্যাক্সেস করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন Chat Box Online Status Hide ফিচার চালু করেছে WhatsApp

প্রসঙ্গত, আলোচ্য ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি গত মাসে চ্যাট বক্সে প্রদর্শিত অনলাইন স্ট্যাটাসকে হাইড বা লুকানোর জন্য একটি নয়া ফিচারের ঘোষণা করেছে, যা এতদিনের সবচেয়ে বড় আপডেটগুলির মধ্যে একটি। নতুন এই চ্যাট বক্স অনলাইন স্ট্যাটাস হাইড (Chat Box Online Status Hide) ফিচারটির কার্যকারিতার কথা বললে, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা কালীন তাদের তৎকালীন অনলাইন স্ট্যাটাস সম্পর্কে কেউ জানতে পারুক তা চান না। কিন্তু এতদিন শুধুমাত্র ‘লাস্ট সিন’ বা শেষ অনলাইন থাকার সময় লুকানোর বিকল্প বিদ্যামান ছিল প্ল্যাটফর্মে। কিন্তু সদ্য চালু হওয়া ফিচারের মাধ্যমে এখন চ্যাট বক্সেও ব্যবহারকারীরা তাদের স্থিতি লুকাতে সমর্থ হবেন। এর জন্য আপনাকে সেটিংস অপশনে গিয়ে, যাবতীয় কন্টান্টসের জন্য অনলাইন স্ট্যাটাস টার্ন অফ করে দিতে হবে। যারপর আপনি কখন অনলাইন আছেন আর কখন নেই তা কেউ ঠাওর করতে পারবে না। কিন্তু ফিচারটি এনাবল করলে বিপরীতে আপনিও কারোর অনলাইন স্থিতি চেক করতে পারবেন না।

অন্যদিকে, কমিউনিটিস (Communities) নামক আরেকটি নয়া ফিচার সম্প্রতি রোলআউট করার মাধ্যমে গ্রুপ মেসেজিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন এনেছে মেটা-মালিকাধীন প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে একসাথে অনেকগুলো গ্ৰুপকে একসাথে লিঙ্ক করা সম্ভব হবে। এছাড়া হোয়াটসঅ্যাপে আরও তিনটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে, যা হল – একসাথে ৩২ জনের সাথে ভিডিও কলিং করা, ১,০২৪ জন মেম্বারকে গ্রুপে অ্যাড করা এবং হোয়াটসঅ্যাপে পোল তৈরি করার সুবিধা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন