সবাই কে একসঙ্গে পাঠান Happy New Year মেসেজ, WhatsApp -এর এই ফিচার ব্যবহার করুন

আর মাত্র দুদিন পরেই নতুন বছর অর্থাৎ ২০২৩-এর প্রথম সূর্য উঠবে। ফলে খুব স্বাভাবিকভাবেই বন্ধুবান্ধব এবং আত্মীয়-পরিজনদের...
techgup 29 Dec 2022 4:44 PM IST

আর মাত্র দুদিন পরেই নতুন বছর অর্থাৎ ২০২৩-এর প্রথম সূর্য উঠবে। ফলে খুব স্বাভাবিকভাবেই বন্ধুবান্ধব এবং আত্মীয়-পরিজনদের শুভেচ্ছা জানানোর মহাপর্বও শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে একথা নিঃসন্দেহে অনস্বীকার্য যে, আজকের ইন্টারনেট নির্ভর জীবনে এই কাজের জন্য প্রধান মাধ্যম হল WhatsApp। এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির আকাশচুম্বী জনপ্রিয়তার দরুন যে-কোনো ইভেন্ট বা বিশেষ দিনে কাউকে শুভেচ্ছা জানাতে হলে আমরা সকলেই Meta মালিকানাধীন অ্যাপটির দ্বারস্থ হই। মূলত কল, মেসেজ, কোটস (quotes), এবং স্টিকারের সাহায্যেই নতুন বছরের শুভেচ্ছা আদানপ্রদান করে থাকেন ইউজাররা। তবে সমস্যাটা হল, জনে জনে এই মেসেজ পাঠানোর কাজটি নিতান্তই বিরক্তিকর।

যদিও একটি মেসেজ একবারে পাঁচজনকে পাঠানোর অনুমতি দেয় হোয়াটসঅ্যাপ, কিন্তু নতুন বছরের আগমন উপলক্ষে বিপুল সংখ্যক মানুষকে শুভেচ্ছাবার্তা পাঠানোর ক্ষেত্রে এই সুবিধাকে নিতান্তই নগণ্য বলে মনে হয়। তাই ব্যবহারকারীদের মুশকিল আসান করতে এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে এমন একটি ফিচারের কথা জানাতে চলেছি, যার সহায়তায় হোয়াটসঅ্যাপ মারফত একসাথে অনেকজনকে আসন্ন নতুন বছরের শুভেচ্ছাবার্তা পাঠানো যাবে। আসুন, আর দেরি না করে এই চমকপ্রদ ফিচারটির কথা জেনে নেওয়া যাক।

Broadcast ফিচার ব্যবহার করে WhatsApp মারফত একসাথে বহু সংখ্যক মানুষকে জানান 'Happy New Year'

এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে যে ফিচারটির সম্পর্কে জানাতে চলেছি, সেটির নাম হল ব্রডকাস্ট (Broadcast) ফিচার, যেটি দীর্ঘদিন যাবৎ হোয়াটসঅ্যাপে উপলব্ধ থাকলেও অনেকেই এর কথা জানেন না৷ এটির সাহায্যে এক ট্যাপেই শতাধিক ব্যবহারকারীর কাছে কোনো মেসেজ পাঠানো সম্ভব। সহজে বললে, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি না করেই এই ফিচারটির সহায়তায় একবারে বহু মানুষকে কোনো একটি মেসেজ পাঠাতে পারবেন ইউজাররা। ফলে শুধু আসন্ন নতুন বছর উপলক্ষ্যেই নয়, স্বাধীনতা দিবস, বিজয়া, দিওয়ালি কিংবা এই ধরনের যে-কোনো উৎসবে কাউকে শুভেচ্ছাবার্তা পাঠানোর ক্ষেত্রে ব্যবহারকারীরা এই ফিচারটির শরণাপন্ন হতে পারেন।

কীভাবে Broadcast ফিচার ব্যবহার করে একসাথে অনেকজনকে WhatsApp-এ কোনো মেসেজ পাঠাবেন জেনে নিন

১. প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং উপরের একদম ডানদিকের কোণে থাকা থ্রি-ডট মেনুটি সিলেক্ট করুন (iPhone ব্যবহারকারীরা স্ক্রিনের নীচে এটিকে দেখতে পাবেন)

২. এরপর প্রদর্শিত মেনুর মধ্যে থেকে 'নিউ ব্রডকাস্ট' (New Broadcast) অপশনটির উপর ট্যাপ করুন।

৩. এরপর একটি উইন্ডো ওপেন হবে, যেখানে আপনি আপনার সমস্ত কন্ট্যাক্টসগুলিকে দেখতে পাবেন। আপনি সকলকে একসাথে সিলেক্ট করতে পারেন; অথবা যাকে যাকে মেসেজ পাঠাতে চাইছেন, কেবলমাত্র তাদেরকেও বেছে নেওয়ার সুযোগ পাবেন।

৪. কন্ট্যাক্টস সিলেক্ট করা হয়ে গেলে আপনি স্ক্রিনে একটি গ্রিন চেক বাটন দেখতে পাবেন; সেটিতে ট্যাপ করলেই একটি গ্রুপ সদৃশ ইন্টারফেস দেখা যাবে।

৫. এখন আপনি সকলকে যে মেসেজটি পাঠাতে চান, সেটি এখানে লিখতে হবে (অর্থাৎ এক্ষেত্রে 'Happy New Year')। এরপর সেন্ড বাটনে ট্যাপ করলেই মেসেজটি সকলের কাছে পৌঁছে যাবে।

মজার ব্যাপার হল, Broadcast ফিচারের সহায়তায় আপনি এই 'Happy New Year' মেসেজটি যাদেরকে পাঠাবেন, তারা কিন্তু ইন্ডিভিজুয়াল চ্যাটেই সেটি রিসিভ করবেন। অর্থাৎ, আপনি যে আদতে আলোচ্য ফিচারটি ব্যবহার করে সহজেই শুভেচ্ছাবার্তা প্রেরণের কাজটি সেরে ফেলেছেন, তা কিন্তু প্রাপক ঘুনাক্ষরেও টের পাবে না। মোদ্দা কথা হল, একদম নির্ঝঞ্ঝাটে একসাথে অনেকজনকে WhatsApp-এ কোনো মেসেজ পাঠানোর ক্ষেত্রে ইউজাররা যে-কোনো সময় এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

Show Full Article
Next Story