- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- লোকেশন ফাঁস করে দেবে WhatsApp কল, এখনই...
লোকেশন ফাঁস করে দেবে WhatsApp কল, এখনই বদলান এই সেটিংস
WhatsApp কল দ্বারা ফাঁস হতে পারে লোকেশন। আপনি ফোনের লোকেশন অফ রাখলেও হোয়াটসঅ্যাপ দিয়ে ট্র্যাক করা সম্ভব। এই ভাবে আপনার ফোনের নিয়ন্ত্রণ পেতে পারে হ্যাকাররা।
প্রতিদিন কোটি কোটি মানুষ ব্যবহার করেন WhatsApp। এই অ্যাপের নানা ফিচার ব্যবহার করে থাকি আমরা। যার মধ্যে একটি হোয়াটসঅ্যাপ কল। কিন্তু, অনেকেই জানেন না হোয়াটসঅ্যাপ কল দ্বারা ফাঁস হতে পারে লোকেশন। ফোনের লোকেশন অফ রাখলেও, হোয়াটসঅ্যাপ থেকে তা ট্র্যাক করা সম্ভব। সম্প্রতি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক প্রতারণার ঘটনা সামনে এসেছে। সংস্থার তরফে, অ্যাপটি অত্যন্ত সুরক্ষিত বলে দাবি করা হলেও ব্যবহারকারীদের সতর্ক থাকা উচিত।
হোয়াটসঅ্যাপে যখনই কাউকে কল করেন তার মাধ্যমে আপনার নির্দিষ্ট লোকেশন ট্র্যাক করতে পারে হ্যাকাররা। তবে এটি বন্ধ করার অপশনও রয়েছে। হোয়াটসঅ্যাপে বাড়তি নিরাপত্তা স্তর যোগ করার জন্য এই পদ্ধতি মেনে চলুন।
হোয়াটসঅ্যাপ IP অ্যাড্রেস প্রোটেক্ট ফিচার
লোকেশন ট্র্যাক যাতে না করা যায়, তার জন্য আপনি আপনার ফোনে কিছু সেটিংস পরিবর্তন করতে পারেন। এর মধ্যে একটি হোয়াটসঅ্যাপ IP অ্যাড্রেস প্রোটেক্ট ফিচার। এই ফিচারটি অন করলে, কল চলাকালীন আপনার লোকেশন লুকোনো থাকবে।
ফিচারটি কীভাবে অন করবেন জেনে রাখুন
হোয়াটসঅ্যাপ ওপেন করে উপরে থ্রি লাইন ডটে ক্লিক করুন।
সেখানে সেটিংস অপশনে ট্যাপ করুন।
এবার প্রাইভেসি অপশনে ক্লিক করে Advanced ট্যাবে ক্লিক করুন।
এখানেই একটি অপশন দেখতে পাবেন ‘Protect IP Address in Calls’, এটি অন করে দিন।
এই পদ্ধতি মেনে চলার মাধ্যমে, আপনি যার সাথে কথা বলছেন তার থেকে আপনার IP ঠিকানা লুকোতে পারবেন। আপনার লোকেশনকে ব্যক্তিগত রাখতে সাহায্য করবে।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ সম্প্রতি একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। যেখানে ব্যবহারকারীরা আরও সহজে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবেন। বৈশিষ্ট্যটি বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। Android এবং iOS উভয় ডিভাইসেই ব্যবহারকারীদের জন্য শীঘ্রই উপলব্ধ হবে বলে জানা গিয়েছে।
WhatsApp কল দ্বারা ফাঁস হতে পারে লোকেশন। আপনি ফোনের লোকেশন অফ রাখলেও হোয়াটসঅ্যাপ দিয়ে ট্র্যাক করা সম্ভব। এই ভাবে আপনার ফোনের নিয়ন্ত্রণ পেতে পারে হ্যাকাররা।