+212, +84 ইত্যাদি নম্বর থেকে WhatsApp-এ কল আসছে? এই 5টি কাজ না করলে হতে পারে বড় বিপদ

সাম্প্রতিক সময়ে আমার-আপনার মত সাধারণ মানুষের জীবনে অনলাইন জালিয়াতি নামক ভয়টি বেশ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল...
Anwesha Nandi 13 May 2023 2:15 PM IST

সাম্প্রতিক সময়ে আমার-আপনার মত সাধারণ মানুষের জীবনে অনলাইন জালিয়াতি নামক ভয়টি বেশ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে গিয়ে স্ক্যামারদের জালে পড়ার ঘটনা প্রায়ই সামনে আসছে। বিশেষ করে এখন WhatsApp, Telegram-এর মত মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে গিয়ে সবসময়ই সতর্ক থাকতে হচ্ছে, কারণ এগুলির প্রতি মানুষের নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে প্রতারণার জাল পাতা হচ্ছে এবং চুরি করা হচ্ছে তাদের কষ্টের টাকা। যেমন বিগত কয়েকদিন ধরে প্রতারকরা একটি নতুন জালিয়াতির রাস্তা খুঁজে পেয়েছে – এক্ষেত্রে WhatsApp-এ ইউজারদের আন্তর্জাতিক নম্বর থেকে কল এবং মেসেজ করে পার্ট-টাইম চাকরির অফার দেওয়া হচ্ছে। Twitter, Facebook ইত্যাদি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ধরণের ফোন কল বা মেসেজ সম্পর্কে সাবধান থাকার কথা বারবার বলা হচ্ছে। অতএব, আপনিও যদি এমন কোনো অচেনা নম্বর থেকে কল বা মেসেজ পেয়ে থাকেন, তাহলে পাঁচটি বিষয় অবশ্যই মাথায় রাখুন। এতে করে আপনি সহজেই কেলেঙ্কারি বা অযাচিত বিপদ এড়াতে পারবেন।

আন্তর্জাতিক নম্বর থেকে কল পেলে এই কাজগুলি করুন

১. কল, মেসেজের উত্তর দেবেননা: আপনি যদি কোনো অচেনা আন্তর্জাতিক নম্বর থেকে কল পান তাহলে তা রিসিভ করবেননা এবং মেসেজের উত্তর দেবেননা। এক্ষেত্রে কোনোরকম রেসপন্স করলে আপনি জালিয়াতির শিকার হতে পারেন।

২. আর্থিক প্রলোভনের মেসেজ এড়িয়ে যান: আপনি যদি একটি আন্তর্জাতিক নম্বর থেকে পুরস্কার বা লটারি জেতার নামে মেসেজ পান, তাহলে সম্ভবত তা একটি জালিয়াতির ফাঁদ। এগুলি এড়িয়ে যান।

৩. অবিলম্বে অজানা নম্বর ব্লক করুন: আপনি যদি একই আন্তর্জাতিক নম্বর থেকে একাধিকবার কল পান, তবে সেই সন্দেহভাজন নম্বরটি ব্লক করুন।

৪. নম্বর রিপোর্ট করুন: আপনার যদি মনে হয় কোনো আন্তর্জাতিক নম্বর স্প্যাম বা অনলাইন স্ক্যামের সাথে যুক্ত, তাহলে আপনি সেই নম্বরটি হোয়াটসঅ্যাপে রিপোর্ট করতে পারেন।

৫. টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখুন: যাতে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস না করতে পারে, তার জন্য সেটিং থেকে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (two-factor authentication) অন রাখুন। এতে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে এবং লগ ইন করার আপনাকে নির্দিষ্ট কোড লিখতে হবে৷

Show Full Article
Next Story