আরও বদলে যাচ্ছে WhatsApp: গ্রুপে দিতে হবেনা নাম, দেখা যাবে এক্কেবারে নতুন ইন্টারফেসও

ঘনঘন নতুন ফিচার আনা WhatsApp-এর জন্য খুব সাধারণ-স্বাভাবিক বিষয় – প্ল্যাটফর্মে নতুন আপডেট আসা মানেই কোনো না কোনো নতুন অপশন যুক্ত হওয়া। এদিকে ইদানিং এই…

ঘনঘন নতুন ফিচার আনা WhatsApp-এর জন্য খুব সাধারণ-স্বাভাবিক বিষয় – প্ল্যাটফর্মে নতুন আপডেট আসা মানেই কোনো না কোনো নতুন অপশন যুক্ত হওয়া। এদিকে ইদানিং এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি সম্প্রতি নিজের পরিচিত (পড়ুন পুরোনো) চেহারা বদলাতে উৎসাহী হয়েছে। এর ফলে, বিগত কয়েক সপ্তাহে তারা অ্যান্ড্রয়েড অ্যাপের মেইন স্ক্রিন, ইমোজি কীবোর্ড থেকে শুরু করে স্ট্যাটাস সেকশনের ইন্টারফেসে চোখে পড়ার মতো পরিবর্তন এনেছে। সেক্ষেত্রে এবার বহুল ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp, তার বিদ্যমান গ্রুপ অপশনের মৌলিকতাতেও একটি বড় বদল আনার কথা সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, এখন থেকে গ্রুপ (Group) তৈরির সময় ইউজারদের সেটির নামকরণ না করলেও চলবে। শুধু তাই নয়, লেটেস্ট অ্যান্ড্রয়েড বিটা আপডেটের পর কিছু নির্বাচিত ইউজার অ্যাপের সেটিংস (Settings) সেকশনের UI-এ আকর্ষণীয় পরিবর্তন লক্ষ্য করেছেন। অর্থাৎ এবার থেকে WhatsApp অ্যাপের ইন্টারফেসে আরও নতুনত্ব দেখা যাবে।

WhatsApp গ্রুপ তৈরির সময় দিতে হবে না নাম

হোয়াটসঅ্যাপের গ্রুপ ফিচারটি অত্যন্ত কাজের – দীর্ঘসময় ধরে এটি ইউজারদের ইন্ডিভিজ্যুয়াল চ্যাটের বদলে একসাথে কয়েকজন মিলে চ্যাটিং, কলিং এবং বিভিন্ন ফাইল (ফটো, ভয়েস নোট, ভিডিও, ডকুমেন্ট) শেয়ারিংয়ের সুবিধা দিয়ে আসছে। কিন্তু একটি গ্রুপ তৈরির জন্য কিছু মৌলিক প্রয়োজনীতা পূরণ করতে হয়। যেমন একটি নতুন গ্রুপ ক্রিয়েট করার সময় সেটিতে একটি নাম দেওয়া আবশ্যক। তবে অতিসম্প্রতি ফেসবুক (Facebook) পোস্টে, হোয়াটসঅ্যাপের মালিক সংস্থা মেটা (Meta)-র সিইও মার্ক জুকারবার্গ বলেছেন যে, প্ল্যাটফর্মটির ব্যবহার আরও সহজ করে তুলতে গ্রুপে নামকরণের বিষয়টি আর বাধ্যতামূলক করে রাখা হচ্ছেনা। এর ফলে কোনো গ্রুপ তৈরির সময় তাতে নাম না দিলেও কাজ চলবে।

উল্লেখ্য, মেসেজিং কোম্পানির প্রেস নোটে আরও বলা হয়েছে যে, গ্রুপ ক্রিয়েশনের সময় তাড়াহুড়োতে বা মাথায় তৎক্ষণাৎ কিছু না এলে নামকরণের বিষয়টি স্কিপ করা যাবে। তবে এক্ষেত্রে গ্রুপ নামবিহীন থাকবে এমন নয়, বরঞ্চ গ্রুপ মেম্বারদের নামের ভিত্তিতে সেটির একটি টেম্পোরারি নাম নিজে থেকে সেট হয়ে যাবে। যদিও গ্রুপ তৈরির প্রক্রিয়া একই থাকবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই পরিবর্তনটি বিশ্বব্যাপী ইউজারদের জন্য কার্যকরী হবে বলে তাদের বক্তব্য।

Whatsappgroup
WhatsApp-এর নতুন ইন্টারফেস

আমূল পরিবর্তন এসেছে WhatsApp-এর সেটিংস UI-এ

যেমনটা শুরুতেই বলেছি, সাম্প্রতিক আপডেটের পর হোয়াটসঅ্যাপ নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের অভিনব উপহার দিয়েছে। এক্ষেত্রে কিছু ইউজার (যেমন আমাদের টেকগাপেরই কিছু মেম্বার) অ্যাপ খুলতেই মেইন স্ক্রিনে ক্যামেরা এবং সার্চ আইকনের পাশে সেটিংয়ের থ্রি ডট অপশনের বদলে নিজের প্রোফাইল পিকচারের একটি ছোট্ট আইকন দেখতে পাচ্ছেন। ওই আইকনে ক্লিক করলেই সেটিংয়ের নতুন একটি ইন্টারফেস প্রদর্শিত হচ্ছে, যা দেখতে অত্যন্ত প্রিমিয়াম।

এসেছে আরও ফিচার

ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ, সীমিত সংখ্যক বিটা ইউজারদের মাল্টি অ্যাকাউন্ট লগইন ফিচার অর্থাৎ একই অ্যাপে একটির বেশি অ্যাকাউন্ট লিঙ্ক করার ফিচার দিয়েছে। আবার কয়েক সপ্তাহের পরীক্ষার পর সর্বসাধারণের জন্য এইচডি (HD) কোয়ালিটিতে ফটো বা ভিডিও পাঠানোর অপশনও রোলআউট করা হয়েছে।