WhatsApp Document Scan: ডকুমেন্ট স্ক্যান করা যাবে হোয়াটসঅ্যাপ থেকেই, কীভাবে করবেন দেখে নিন

WhatsApp এর 'স্ক্যান ডকুমেন্ট' ফিচার কী? - হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেনুতে স্ক্যান ডকুমেন্ট ফিচার যুক্ত করা হয়েছে। এটি ব্যবহারকারীদের তাদের ফোনের ক্যামেরা ব্যবহার করে সরাসরি ফিজিক্যাল ডকুমেন্ট স্ক্যান করতে দেবে।

Puja Mondal 24 Dec 2024 10:24 PM IST

WhatsApp তাদের ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসে, যাতে মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহার করা আরও মজাদার হয়ে ওঠে। গত কয়েক সপ্তাহে মেটা মালিকানাধীন এই অ্যাপে একাধিক ফিচার এসেছে। এখন আবার WhatsApp 'স্ক্যান ডকুমেন্ট' নামে একটি নতুন ফিচার রোল আউট করা শুরু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন সরাসরি তাদের ফোনের ক্যামেরা থেকে ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন এবং সহজেই শেয়ার করতে পারবেন। যারা প্রায়ই ডকুমেন্ট স্ক্যান করেন বা ডকুমেন্ট পাঠান তাদের জন্য এই ফিচারটি খুবই উপযোগী হবে।

WhatsApp এর 'স্ক্যান ডকুমেন্ট' ফিচার কী?

হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেনুতে স্ক্যান ডকুমেন্ট ফিচার যুক্ত করা হয়েছে। এটি ব্যবহারকারীদের তাদের ফোনের ক্যামেরা ব্যবহার করে সরাসরি ফিজিক্যাল ডকুমেন্ট স্ক্যান করতে দেবে। এর আগে, ব্যবহারকারীদের ডকুমেন্টের একটি ফটো নিতে হত এবং তারপরে এটি ডকুমেন্ট অপশন নির্বাচন করে প্রেরণ করতে হত। এরফলে অনেক সময় লাগতো। তবে নতুন ফিচার চলে আসায় ডকুমেন্ট স্ক্যান করে সরাসরি পাঠানো যাবে।

হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট স্ক্যান ফিচার কীভাবে ব্যবহার করা যাবে?

WhatsApp এর স্ক্যান ডকুমেন্ট ফিচার ব্যবহার করা খুব সহজ। নীচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করে সহজেই ডকুমেন্ট স্ক্যান করা যাবে:

1. প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে কোন চ্যাট বা গ্রুপে ডকুমেন্ট পাঠাতে চান তা সিলেক্ট করুন।

2. এবার অ্যাটাচমেন্ট আইকনে (পেপারক্লিপ) ট্যাপ করুন।

3. এখানে ডকুমেন্ট অপশন দেখতে পাবেন, এটিতে ট্যাপ করুন।

4. এবার 'স্ক্যান'-এ ট্যাপ করতে হবে।

5. আপনার ক্যামেরা ওপেন হবে। এবার আপনার ডকুমেন্টের একটি ফটো নিন।

6. ফটো ক্লিক করার পরে, আপনি স্ক্যানটি দেখতে পারবেন ও কোণাগুলি ঠিক করতে এবং উজ্জ্বল করতে পারবেন।

7. সব ঠিকঠাক থাকলে 'কনফার্ম'-এ ট্যাপ করুন।

8. আপনার স্ক্যান করা ডকুমেন্ট চ্যাটে পাঠানোর জন্য তৈরি। এখন আপনি 'সেন্ড' বাটনে ক্লিক করে এটি পাঠাতে পারেন।

Show Full Article
Next Story