WhatsApp Down: মেসেজ যাচ্ছে না, ভারতে অচল হোয়াটসঅ্যাপ পরিষেবা

ফের ভারতে অচল WhatsApp পরিষেবা। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্মে সমস্যা দেখা দেয়।...
techgup 25 Oct 2022 1:14 PM IST

ফের ভারতে অচল WhatsApp পরিষেবা। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্মে সমস্যা দেখা দেয়। ব্যবহারকরীরা অভিযোগ করেন যে, তারা কাউকে মেসেজ পাঠাতে পারছেন না। পাশাপাশি অ্যাকাউন্টে লগ ইন করতেও সমস্যা হচ্ছে বলে জানা গেছে। টেকগাপের মেম্বাররাও নিশ্চিত করে যে পার্সোনাল ও গ্রুপ চ্যাট, উভয় জায়গাতেই সমস্যা হচ্ছে।

ওয়েবসাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম, Downdetector জানিয়েছে, আজ সকাল ১১টা ২৫ মিনিট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকরীরা সমস্যার কথা জানায়। যদিও সাড়ে বারোটা নাগাদ বেশি অভিযোগ আসতে থাকে। তবে হোয়াটসঅ্যাপ এখনও এই বিষয়ে কিছু জানায়নি। আশা করা যায়, শীঘ্রই সমস্যার সমাধান করবে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি।

Downdetector এর ওয়েবসাইট থেকে জানা গেছে, মুম্বাই, দিল্লি, কলকাতা, ও লখনউ এর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বেশি এই সমস্যার সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যেই টুইটার, ফেসবুক এর মতো যোগাযোগ মাধ্যমগুলিতে ইউজাররা অভিযোগ জানাতে শুরু করেছে।

Show Full Article
Next Story