- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- ফোনের ব্যাটারি ও ইন্টারনেট ডেটা এক্ষুণি...
ফোনের ব্যাটারি ও ইন্টারনেট ডেটা এক্ষুণি শেষ করছে WhatsApp! দ্রুত বদলে নিন এই সেটিংস
হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলের ব্যাটারি যদি দ্রুত শেষ করে দেয়, তাহলে কয়েকটি টিপস মেনে চলতে হবে আপনাকে। ব্যাটারির দীর্ঘায়ু এবং স্টোরেজ বাঁচানোর জন্য কয়েকটি সেটিংস পরিবর্তন করলেই কেল্লাফতে।
সময়ের সঙ্গে ব্যাপক হারে বাড়ছে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা। প্রচুর মানুষ নিয়মিত এই মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। একই অ্যাপে মেসেজ, ফাইল শেয়ারিং, ভয়েস ও ভিডিয়ো কলিংয়ের সুবিধা থাকায় দিনে গড় ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে। তবে এর সঙ্গে আরও একটি সমস্যা দেখা দিয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারের ফলে দ্রুত শেষ হচ্ছে ব্যাটারি। এর কারণ হতে অত্যধিক মোবাইল ডেটার ব্যবহার।
কীভাবে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘায়ু করবেন এবং মোবাইল ডেটা সীমিত রেখে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন পদ্ধতি জেনে রাখুন।
ডেটা খরচের সবচেয়ে বড় কারণ
হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ভয়েস এবং ভিডিয়ো কলিং নিশ্চিত করে না বরং এটি ফটো এবং ডকুমেন্ট শেয়ার করতেও ব্যবহৃত হয়৷ উচ্চ-রেজোলিউশন ফাইল-শেয়ারিং বৈশিষ্ট্য থাকায় প্রতি ফাইল লেনদেনে অনেক ডেটা খরচ হয় পাশাপাশি ক্রমাগত ভয়েস ও ভিডিয়ো কলও মোবাইল ডেটা দ্রুত হ্রাস করতে পারে৷ তবে দুটি সেটিংস উল্লেখযোগ্যভাবে আপনার ডেটা ব্যবহার কমাতে পারে।
প্রথম কল সেটিং এডজাস্ট করুন
ভয়েস এবং ভিডিয়ো কলের সময় ডেটা ব্যবহার কমাতে উপরের ডান কোণে থ্রি লাইন ডটে ট্যাপ করুন।
এবার সেটিংস সিলেক্ট করুন। স্টোরেজ এবং ডেটাতে নেভিগেট করে, নেটওয়ার্ক ব্যবহারের অধীনে কলের জন্য কম ডেটা ব্যবহার অপশনটি চালু করুন। এই সেটিং নিশ্চিত করে যে কলগুলি ভাল অডিয়ো গুণমান বজায় রেখে কম ডেটা খরচ করে৷
দ্বিতীয় সেটিংস মিডিয়া আপলোড কোয়ালিটি সেট করুন
ডেটা বাঁচানোর আরেকটি উপায় হল আপনার পাঠানো ফটো এবং ভিডিয়োর কোয়ালিটি পরিবর্তন করা।
এর জন্য স্টোরেজ এবং ডেটা সেকশনে মিডিয়া আপলোড কোয়ালিটিতে আলতো চাপুন।
এবার HD এর পরিবর্তে স্ট্যান্ডার্ড কোয়ালিটি বেছে নিন।
কলের জন্য ডেটা কোয়ালিটি কমালে ব্যান্ডউইথ হ্রাস পাবে। ঠিক তেমনই মিডিয়াকে স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে সেট করলে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত ডেটা কমাতে সাহায্য করবে। মোবাইল ডেটার খরচ কমলে তার প্রভাব পড়বে ব্যাটারির উপর। যত কম ডেটা খরচ হবে ততই কম চাপ পড়বে ব্যাটারির উপর। ফলে দ্রুত চার্জ শেষ হওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন।
হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলের ব্যাটারি যদি দ্রুত শেষ করে দেয়, তাহলে কয়েকটি টিপস মেনে চলতে হবে আপনাকে। ব্যাটারির দীর্ঘায়ু এবং স্টোরেজ বাঁচানোর জন্য কয়েকটি সেটিংস পরিবর্তন করলেই কেল্লাফতে।