WhatsApp এর মনসুন গিফট, গ্রুপ চ্যাটের জন্য এল মজাদার ফিচার

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর। গ্রুপ চ্যাটের জন্য সংস্থাটি একটি দারুণ ফিচার এনেছে। এই ফিচারটি গ্রুপ...
Julai Mondal 29 Jun 2024 11:20 AM IST

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর। গ্রুপ চ্যাটের জন্য সংস্থাটি একটি দারুণ ফিচার এনেছে। এই ফিচারটি গ্রুপ চ্যাটিংকে আগের চেয়ে আরও মজাদার করে তুলবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে তথ্য দিয়েছে ওয়াবটাইনফো। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার সাইটটি এর আগে জানিয়েছিল, অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপ বিট ২.২৪.৯.২০ ভার্সনে কমিউনিটি চ্যাটের জন্য ইভেন্ট ফিচার আনা হয়েছে। এই বৈশিষ্ট্যটির সাহায্যে, কমিউনিটির সদস্যরা গ্রুপ চ্যাটের মধ্যে অ্যাক্টিভিটি ক্রিয়েট এবং ম্যানেজ করতে পারে। এই ফিচারটি শুরুতে কমিউনিটির জন্য এসেছিল, তবে এখন হোয়াটসঅ্যাপ সাধারণ গ্রুপ চ্যাটের জন্যও এটি লঞ্চ করেছে।

ওয়াবটাইনফো স্ক্রিনশট পোস্ট করেছে

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ব্যবহারকারীদের গ্রুপ চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আগের চেয়ে অনেক ভালো করে তুলবে। ওয়াবটাইনফো হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে।

এই স্ক্রিনশটে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে নতুন ইভেন্ট ফিচারটি দেখতে পাবেন। এর সাহায্যে আপনি গ্রুপ চ্যাটে ইভেন্ট তৈরি করতে পারবেন। আপনি ইভেন্টের নাম, বিবরণ, তারিখ এবং অবস্থান প্রভৃতি লিখতে পারেন।

https://twitter.com/WABetaInfo/status/1806599698658062565

এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সাথে এসেছে নতুন ফিচার

একবার ইভেন্ট তৈরি করা হলে কমিউনিটি সদস্যরা ইভেন্টটি দেখতে ও তাতে অংশ নিতে পারবেন। লক্ষ্যণীয় বিষয় হ'ল ক্রিয়েটর পরে ইভেন্টের বিভিন্ন তথ্য আপডেট করতে পারবেন।

নতুন এই ফিচারে ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টিও পুরোপুরি খেয়াল রেখেছে হোয়াটসঅ্যাপ। এর জন্য হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপশনও যুক্ত করেছে। এর অর্থ হ'ল কেবলমাত্র গ্রুপের সদস্যরা ইভেন্টের তথ্য দেখতে সক্ষম হবেন।

Show Full Article
Next Story