সুখবর, WhatsApp -এ এল জরুরি ফিচার, এখন প্রাইভেট চ্যাটে লাগান 'তালা'

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, সমস্ত জল্পনাকে সত্যি করে 'চ্যাট লক' (Chat Lock) নামক বিশেষ সিকিউরিটি ফিচার এনেই ফেলল...
Anwesha Nandi 16 May 2023 10:53 AM IST

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, সমস্ত জল্পনাকে সত্যি করে 'চ্যাট লক' (Chat Lock) নামক বিশেষ সিকিউরিটি ফিচার এনেই ফেলল WhatsApp। তিন-চার বছর আগে সংস্থাটি নিজস্ব অ্যাপ লক ফিচার নিয়ে এসেছিল, যার সাহায্যে ইউজাররা পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে মোবাইল অ্যাপটি লক করে রাখতে পারতেন, ফোনের বা থার্ড পার্টি অ্যাপ লক সিস্টেমের সাহায্য ছাড়াই। কিন্তু কোনো নির্দিষ্ট চ্যাট লুকিয়ে বা লক করে রাখার সুবিধা এতদিন পর্যন্ত WhatsApp-এ ছিলনা। তবে কিছু সপ্তাহ আগে শোনা যায় যে, Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এই ঘাটতিও পূরণ করতে কাজ করছে – ফলত খুব শীঘ্রই ইউজাররা ইচ্ছেমত কোনো একটি চ্যাট লক করে রাখতে পারবেন। এখন, সাম্প্রতিক পদক্ষেপ হিসেবে WhatsApp সত্যিই চ্যাটগুলিকে স্বতন্ত্রভাবে লক করার ফিচার চালু করেছে। মূলত ইউজারদের আরও গোপনীয়তা প্রদানের উদ্দেশ্যেই এই ফিচার প্রবর্তন করা হয়েছে বলে কোম্পানির বক্তব্য।

WhatsApp-এর নয়া ফিচার, অন্যের থেকে গোপন রাখা যাবে পার্সোনাল চ্যাট

হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বন্ধু-পরিজন-পরিচিতদের সাথে বা কাজের জায়গায় প্রচুর মেসেজ আদান-প্রদান করে থাকি। এর মধ্যে কিছু কিছু চ্যাটে দুষ্টু-মিষ্টি কথা থেকে শুরু করে এমন গোপন কথাও বলা হয়, যা অন্যের হাতে পড়লে অপ্রস্তুত হতে হবে বা কেউ জেনে ফেললে সমস্যা হবে। সেক্ষেত্রে কয়েকমাস আগে হোয়াটসঅ্যাপ 'আর্কাইভ চ্যাট' (Archive Chat) ফিচারটিতে কিছু পরিবর্তন আনায় কোনো নির্দিষ্ট চ্যাটকে সেই ফোল্ডারে সংরক্ষণ করে রাখা যেত, কোনো নোটিফিকেশন ছাড়াই। এতে করে ইউজার যতক্ষণ না চাইতেন, ততক্ষণ ওই চ্যাট আর্কাইভ ফোল্ডার থেকে বাইরে মেইন স্ক্রিনে আসতোনা। কিন্তু কেউ ফোন হাতে নিলে সহজেই এই ফোল্ডার অ্যাক্সেস করতে পারতেন। তাই প্রয়োজন ছিল চ্যাট স্বতন্ত্রভাবে লক করার কোনো অপশন। আর এখন হোয়াটসঅ্যাপ সেই চ্যাট লক বৈশিষ্ট্যটিই চালু করেছে। ফলত ইউজাররা পাসওয়ার্ড/বায়োমেট্রিক ব্যবহার করে নির্দিষ্ট কোনো চ্যাট লক করে তা অন্যদের থেকে লুকিয়ে রাখতে সক্ষম হবেন।

whatsapp-finally-launched-chat-lock

উল্লেখ্য, চ্যাট লক ফিচারটি কোনো ইন্ডিভিজুয়াল বা গ্রুপ চ্যাটের জন্য অ্যাক্টিভ থাকলে, সেটি একটি পৃথক ফোল্ডারে সংরক্ষিত থাকবে। এতে চ্যাটের নোটিফিকেশনে প্রেরকের নাম বা মেসেজের প্রিভিউ, কোনোটাই দেখা যাবেনা। বলে রাখি, এই মুহূর্তে অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) উভয় ধরণের স্মার্টফোন ইউজারদের জন্যই চ্যাট লকের সুবিধা রোলআউট করেছে হোয়াটসঅ্যাপ। আমাদের টেকগাপের কিছু মেম্বার (অ্যান্ড্রয়েড বিটা ইউজার) গত সপ্তাহ থেকেই এর অ্যাক্সেস পেয়েছেন।

কীভাবে WhatsApp-এ কোনো চ্যাট লক করবেন?

১. আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সন ডাউনলোড বা আপডেট করুন।

২. অ্যাপটি খুলুন এবং নির্দিষ্ট চ্যাটে যান। আর তারপর
কন্ট্যাক্ট বা গ্রুপ প্রোফাইল ফটোতে ক্লিক করুন।

৩. এক্ষেত্রে 'ডিসঅ্যাপেয়ারিং মেসেজ' মেনুর ঠিক নীচে 'চ্যাট লক' নামের একটি নতুন বিকল্প প্রদর্শিত হবে।

৪. পরবর্তী ধাপে ওই অপশনে ক্লিক করে চ্যাট লক এনাবেল করুন এবং আপনার ফোনের পাসওয়ার্ড অথবা বায়োমেট্রিক্স ব্যবহার করে সেটি সুরক্ষিত করুন।

এক্ষেত্রে লক করা হোয়াটসঅ্যাপ চ্যাট অ্যাক্সেস করতে অ্যাপটি খুলে হোম পেজে যেতে হবে। এরপর লক করা চ্যাট অ্যাক্সেস করতে স্ক্রিনের নিচের দিকে সোয়াইপ করতে হবে। এখানে আপনি সমস্ত লক করা চ্যাট দেখতে পাবেন এবং সেগুলি পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাক্সেস করতেও পারবেন। হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে যে এটি ভবিষ্যতে চ্যাট লকের ক্ষেত্রে আরও কিছু বিকল্প যুক্ত করবে।

Show Full Article
Next Story