- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- জালিয়াতি রুখতে WhatsApp-কে নোটিশ ধরাল...
জালিয়াতি রুখতে WhatsApp-কে নোটিশ ধরাল সরকার, উদ্বেগ প্রকাশ ট্রাই-এর
প্রতারণা রুখতে মেটা প্ল্যাটফর্মগুলিকে এবার চাপ দিল ভারতের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক (MeitY)। এই মর্মে সম্প্রতি হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠিয়েছে সরকার।
দেশের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের তরফে (MeitY) মেসেজিং প্ল্যাটফর্মে বাড়তে থাকা প্রতারণা সম্পর্কে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হল। মেটা মালিকাধীন হোয়াটসঅ্যাপকে প্ল্যাটফর্মে জালিয়াতি রুখতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। সম্প্রতি এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বা ট্রাই। তারপরই হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠাল সরকার।
ইকোনমিক টাইমসের এক রিপোর্টে সরকারি আধিকারিক তথা সেক্রেটারি এস. কৃষ্ণানের বক্তব্য অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রক সক্রিয়ভাবে মেটার সাথে এই সমস্যাটির সমাধান করছে। এটি একটি চলমান প্রক্রিয়া। প্রতারকরা সর্বদা নতুন উপায় খুঁজে পাচ্ছে, যা উদ্বেগের কারণ।
তিনি আরও জানান যে, সরকার স্টেকহোল্ডারদের সাথে বিশেষ করে হোয়াটসঅ্যাপের সাথে নিয়মিত আলোচনা করছে। এই বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে এবং হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও অভিযোগ উত্থাপন করতে হবে।
এস. কৃষ্ণানের বলেন, কিছু ভুল বিষয়বস্তু থাকলে, একটি প্রক্রিয়া আছে। আইটি নিয়মের জন্য এই কোম্পানিগুলির একজন অভিযোগকারী অফিসার থাকা প্রয়োজন। যার সাথে ব্যবহারকারীরা সমস্যাগুলি জানাতে পারে। তারা সমস্যাগুলি অ্যাপের মধ্যে বা অ্যাপের বাইরে জানাতে পারে। যদি সমস্যাটি মোকাবিলা না করা হয়, তবে একটি অভিযোগ আপিল কমিটিও রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) MeitY-কে তদন্ত করতে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারকদের পাঠানো কল এবং বার্তাগুলি প্রতিরোধ করতে বলেছে।
এই বিষয়ে ট্রাই-এর চেয়ারম্যান অনিল কুমার লাহোটি জানিয়েছেন, বর্তমানে হোয়াটসঅ্যাপ কলগুলি, MeitY দ্বারা দেখা হচ্ছে, তাই আমরা ইতিমধ্যে মন্ত্রককে চিঠি দিয়ে বলেছি যে ট্রাই ইতিমধ্যে ভয়েস কল এবং এসএমএস এর ক্ষেত্রে কাজ করছে।
প্রতারণা রুখতে মেটা প্ল্যাটফর্মগুলিকে এবার চাপ দিল ভারতের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক (MeitY)। এই মর্মে সম্প্রতি হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠিয়েছে সরকার।