WhatsApp Green Screen Problem

স্ক্রিন খুললেই সবুজ, খোলা যাচ্ছে না চ্যাট! নতুন সমস্যার মুখোমুখি হাজার টাকার WhatsApp ব্যবহারকারী

WhatsApp Green Screen Problem Bug for Beta Version - হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ২.২৪.২৪.৫ বিটা ভার্সনে এই সবুজ স্ক্রিনের সমস্যা হচ্ছে বলে দাবি করা হয়েছে। সবথেকে বড় অসুবিধা হল, স্ক্রিন সবুজ হওয়ার পাশাপাশি পুরো ডিসপ্লজুড়ে দেখা যাচ্ছে এই সবুজ স্ক্রিন।

Suvrodeep Chakraborty 11 Nov 2024 6:30 PM IST

হোয়াটসঅ্যাপ খুললেই সবুজ হয়ে যাচ্ছে স্ক্রিন। একাধিক ইউজার এই সমস্যার মুখে পড়েছেন। সবুজ স্ক্রিনের কারণে অ্যাপটি ব্যবহার করতে পারছেন না তারা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই হোয়াটসঅ্যাপের এই নতুন বাগ বা যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছেন। যেহেতু WhatsApp ভারতের অন্যতম একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাই, যে কোনও ব্যাঘাত ব্যবহারকারীদের জন্য বড় সমস্যা বয়ে আনে।

অ্যাপটির অ্যান্ড্রয়েড ২.২৪.২৪.৫ বিটা ভার্সনে এই সবুজ স্ক্রিনের সমস্যা হচ্ছে বলে দাবি করা হয়েছে। সবথেকে বড় অসুবিধা হল, স্ক্রিন সবুজ হওয়ার পাশাপাশি পুরো ডিসপ্লজুড়ে দেখা যাচ্ছে এই সবুজ স্ক্রিন। ফলে চ্যাটগুলি খুলতে বা অ্যাপটি নেভিগেট করতে সমস্যায় পড়েছেন অনেকে। জানা গিয়েছে, যখনই কেউ চ্যাট খোলার চেষ্টা করছেন তখনই স্ক্রিন সবুজ হয়ে অ্যাপটি অচল হয়ে পড়ছে।

সাধারণত বিটা ভার্সনে এই ধরনের সমস্যা দেখা যায়। কারণ বিটা ভার্সনে প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করা এবং ঠিক করার জন্যই ব্যবহার করা হয়। হোয়াটসঅ্যাপে যখনই কোনও নতুন ফিচার আনে প্রথমে সেটি বিটা ভার্সনে ছাড়া হয়। সেখানেই ফিচারটি পরীক্ষা করেন ইউজাররা।

সৌভাগ্যবশত সবুজ স্ক্রিন সমস্যাটি বিটা ভার্সনেই সীমাবদ্ধ রয়েছে। যার অর্থ হোয়াটসঅ্যাপের স্টেবল ভার্সন ব্যবহারকারীরা এখনও প্রভাবিত হননি। তবে যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদেরকে অ্যাপের আগের ভার্সনে ফিরে যাওয়ার কথা জানিয়েছে মেটা। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের ডেভেলপমেন্ট টিম ইতিমধ্যেই সমস্যাটি সম্পর্কে অবগত এবং সমাধানের জন্য কাজ শুরু করছে। বিটা ব্যবহারকারীদের পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ইন্সটাগ্রামের মতো অ্যাপে যোগ হচ্ছে অ্যাড ইওর স্টিকার অপশন। যেখানে ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাসগুলিতে প্রশ্ন সহ কাউকে ট্যাগ করার সুযোগ পাবেন।

Show Full Article
Next Story