WhatsApp গ্রুপ অ্যাডমিন হতে ৪২০০ টাকা দিয়ে নিতে হবে লাইসেন্স, এই দেশে জারি নতুন নিয়ম

WhatsApp Group Admin - সরকারের তরফে বলা হয়েছে যে, ভুল তথ্য ছড়ানো রোধ করতে এবং দেশে অস্থিরতা বন্ধ করতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই নতুন নিয়ম আনা হয়েছে।

Puja Mondal 9 Nov 2024 12:20 PM IST

এবার WhatsApp ব্যবহার করার জন্য টাকা দিতে হবে? না ভারতে এখনও এই নিয়ম আসেনি। তবে জিম্বাবুয়ের সরকার সেখানকার WhatsApp ব্যবহারকারীদের জন্য একটি নতুন আইন নিয়ে এসেছে। যেখানে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হতে হলে পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি অফ জিম্বাবুয়ে (পোটরাজ) এর থেকে লাইসেন্স নিতে হবে। আর এই লাইসেন্সের জন্য কমপক্ষে খরচ করতে হবে ৫০ ডলার (প্রায় ৪,২০০ টাকা)। জিম্বাবুয়ের তথ্য, যোগাযোগ প্রযুক্তি, ডাক ও কুরিয়ার সার্ভিস (আইসিটিপিসিএস) মন্ত্রী তাতেন্দা মাভেতেরা সম্প্রতি এই ঘোষণা করেছে।

WhatsApp গ্রুপ অ্যাডমিনদের জন্য লাইসেন্স ফি চালু করল জিম্বাবুয়ে সরকার

সরকারের তরফে বলা হয়েছে যে, ভুল তথ্য ছড়ানো রোধ করতে এবং দেশে অস্থিরতা বন্ধ করতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই নতুন নিয়ম আনা হয়েছে। দেশের ডেটা সুরক্ষা আইন মজবুত করতে সরকার এই আইন কার্যকর করেছে। যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের কাছে গ্রুপ মেম্বারদের ফোন নম্বর থাকে তাই তারা ডেটা সুরক্ষা আইন মেনে চলতে বাধ্য।

তথ্যমন্ত্রী তাতেন্দা মাভেতেরা বলেছেন যে, লাইসেন্সিং প্রক্রিয়া ভুয়ো তথ্যের উৎসগুলি শনাক্ত করতে সহায়তা করবে। কোনো গ্রুপ থেকে ভুয়ো তথ্য ছড়ানো হলে অ্যাডমিনের থেকে মেম্বার সম্পর্কে সবকিছু জানা যাবে। এর পাশাপাশি দেশের মানুষের ডেটা সুরক্ষা বাড়বে‌। এই নিয়ম গির্জা থেকে ব্যবসা, সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্রুপ অ্যাডমিনদের লাইসেন্স নিতে গেলে ব্যক্তিগত তথ্য দিতে হবে।

এদিকে সরকার জাতীয় নিরাপত্তার জন্য এই আইন কার্যকর করার কথা জানালেও বিরোধীরা বলেছে, এরফলে সরকার অনলাইনে সরকার বিরোধী আলোচনাকে দমন করতে চাইছে। এবার থেকে সরকারের বিপক্ষে কেউ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে বললেই অ্যাডমিনদের ডাক করিয়ে হেনস্থা করার চেষ্টা করবে সরকার। এই কারণে অ্যাডমিনরা গ্রুপে কনভারসেশন বন্ধ করে দিতে বাধ্য থাকবে।

Show Full Article
Next Story