এক্ষুনি আপডেট করুন WhatsApp, ফটো পাঠাতে আর কোনো সমস্যা থাকবে না

ইউজারদের সুবিধার্থে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp সম্প্রতি একটি বহুপ্রতীক্ষিত ফিচার রোলআউট করেছে, যার সুবাদে ব্যবহারকারীরা এবার এই অ্যাপ মারফত অন্য কাউকে অরিজিনাল…

ইউজারদের সুবিধার্থে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp সম্প্রতি একটি বহুপ্রতীক্ষিত ফিচার রোলআউট করেছে, যার সুবাদে ব্যবহারকারীরা এবার এই অ্যাপ মারফত অন্য কাউকে অরিজিনাল কোয়ালিটির হাই-রেজোলিউশন ফটো সেন্ড করতে সক্ষম হবেন। উল্লেখ্য যে, শুধু মেসেজ আদানপ্রদানের জন্যই নয়, বরং তার পাশাপাশি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠানো থেকে শুরু করে ছবি কিংবা ভিডিও – দরকারে-অদরকারে যে-কোনো মিডিয়া ফাইল ট্রান্সফারের ক্ষেত্রেই চলতি সময়ে এই অ্যাপটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। তবে ফটো শেয়ারিংয়ের ক্ষেত্রে এই অ্যাপে রয়েছে একটি সমস্যা। আসলে WhatsApp-এর মাধ্যমে কাউকে কোনো ছবি পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসড হয়ে যাওয়ায় সেটির রেজোলিউশন অনেক কমে যায়। তাই অনেকেই ছবি পাঠানোর ক্ষেত্রে Meta মালিকানাধীন অ্যাপটিকে অগ্রাধিকার দিতে পছন্দ করেন না, পরিবর্তে Telegram কিংবা এই ধরনের অন্যান্য মেসেজিং অ্যাপগুলির দ্বারস্থ হন।

এখন প্রশ্ন হল, ঠিক কী কারণে হোয়াটসঅ্যাপ মারফত ফটো সেন্ড করলে ইউজারদেরকে এই সমস্যার মুখোমুখি হতে হয়? সেক্ষেত্রে বলি, যেহেতু এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে ডেটা ট্রান্সফার অতি দ্রুত হয়, সেই কারণে ছবি বা ভিডিও শেয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে প্রায় ৭০ শতাংশ রেজোলিউশন কমিয়ে দেয়। এর ফলে কোনো গুরুত্বপূর্ণ ছবির কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যায়। এমনকি ছবির মধ্যে যে ডিটেলিং থাকে, তাও বহুলাংশে নষ্ট হয়ে যায়। তাই ভালো ক্যামেরা দিয়ে ছবি তোলাও সম্পূর্ণভাবে নিরর্থক হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ব্যবহারকারীদের মুশকিল আসান করতেই হালফিলে নতুন ফিচারটি রোলআউট করেছে হোয়াটসঅ্যাপ। এর দৌলতে এখন ইউজাররা এই অ্যাপ মারফত অরিজিনাল কোয়ালিটির ফটো সেন্ড করতে পারবেন। তাই ছবির গুণমানের সঙ্গে আর ব্যবহারকারীদেরকে কোনোরকম আপোষ করতে হবে না; সেইসাথে কাউকে কোনো ফটো পাঠানোর জন্য অন্য কোনো অ্যাপের দ্বারস্থ হওয়ারও প্রয়োজন পড়বে না।

প্রসঙ্গত বলে রাখি, কিছুদিন আগে বিটা ভার্সন ২.২১.১৫.৭-এ হোয়াটসঅ্যাপ ইউজারদেরকে তিনটি ফটো কোয়ালিটি অপশন ব্যবহার করার সুযোগ দিয়েছিল – অটোমেটিক (auto), বেস্ট কোয়ালিটি (best quality), এবং ডেটা সেভার (data saver )। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে ফটো শেয়ার করার জন্য বেশিরভাগ ইউজাররাই অটোমেটিক অপশনটি ব্যবহার করেন। অন্যদিকে, ডেটা সেভারের ক্ষেত্রে ফটোকে অনেকটাই কম্প্রেস করে দেওয়া হয়। আবার, যদি বেস্ট কোয়ালিটি অপশনটিকে বেছে নেওয়া যায়, তাহলে অপেক্ষাকৃত ভালো গুণমানসম্পন্ন ছবি সেন্ড করার সুযোগ মেলে। কিন্তু মুশকিলটা হল, যে-কোনো অপশনই বেছে নেওয়া হোক না কেন, অরিজিনাল হাই-কোয়ালিটির ছবি কোনোভাবেই সেন্ড করা যায় না। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কর্তৃক আনীত উক্ত ফিচারটির দৌলতে অবশেষে ব্যবহারকারীদের এই সমস্যার সমাধান হবে।

তবে এক্ষেত্রে বলে রাখি, WhatsApp কিন্তু এখনও পর্যন্ত স্টেবল ভার্সনে আলোচ্য ফিচারটি রোলআউট করেনি। সংস্থার ফিচার ট্র্যাকার WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, বর্তমানে কেবল নির্বাচিত কিছু বিটা ইউজাররা এই ফিচারটি ব্যবহার করার সুযোগ পাবেন। তবে একবার যখন বিটা ভার্সনে উপলব্ধ হয়ে গিয়েছে, তখন আগামী দিনে খুব শীঘ্রই সকল ইউজাররা এই ফিচারটি ব্যবহার করার সুযোগ পাবেন বলে আশা করা যেতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন