এবার WhatsApp থেকেই বিদেশে টাকা লেনদেন করা যাবে, আসছে নতুন সুবিধা

বর্তমানে দেশের তথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। আর মেটার অধীনে আসার পর থেকে WhatsApp-এ একের...
techgup 29 March 2024 11:57 AM IST

বর্তমানে দেশের তথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। আর মেটার অধীনে আসার পর থেকে WhatsApp-এ একের পর এক পরিবর্তন লক্ষ্য করা গেছে। কারণ, এই অ্যাপের সাথে যুক্ত হয়েছে একাধিক নতুন ফিচার। যার জন্য আগের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ হয়েছে উঠেছে এই মেসেজিং অ্যাপ। এখন আবার সামনে এসেছে যে, এই অ্যাপটির মাধ্যমে এবার ব্যবহারকারীদের আন্তর্জাতিক লেনদেন আরো সহজ করে তুলতে চাইছে Meta। যার জন্য নাকি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে সংস্থাটি।

আসলে, AssembleDebug on X নামে একটি টিপস্টারের মতে, WhatsApp একটি নতুন ফিচার নিয়ে করছে, যা ভারতীয় ব্যবহারকারীদের এই অ্যাপের মাধ্যমেই বিদেশে অর্থ প্রদান করার অনুমতি দেবে। আর এই কাজের জন্য সাহায্য করবে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ UPI, যা ইতিমধ্যেই এই অ্যাপের একটি অংশ।

এই ফিচারটিকে টিপস্টার আন্তর্জাতিক অর্থ প্রদান (International Payments) বলে সম্বোধন করেছেন। কারণ, এই ফিচার ব্যবহার করে ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডাররা বিদেশে অর্থ স্থানান্তর করতে সক্ষম হবেন। তবে, শুধুমাত্র যে দেশগুলির ব্যাঙ্কে আন্তর্জাতিক ইউপিআই পরিষেবা সাপোর্ট করে, তারাই এই ফিচারটির সুবিধা পাবেন।

একটি স্ক্রিনশট শেয়ার করে লিকস্টার বলেছেন যে, WhatsApp ইউজাররা ম্যানুয়ালি এই ইন্টারন্যাশনাল পেমেন্ট ফিচারটি ব্যবহার করতে পারবে। আর ব্যবহারকারীদের ফিচারটি অ্যাকটিভ রাখার জন্য নির্দিষ্ট সময় বেছে নিতে হবে।

Show Full Article
Next Story