WhatsApp Diwali Stickers

দীপাবলি উপলক্ষে হোয়াটসঅ্যাপের বড় উপহার, আনল স্পেশাল স্টিকার প্যাক, কীভাবে ডাউনলোড করবেন

WhatsApp Diwali Stickers - ফোনে দিওয়ালি স্টিকার ডাউনলোড করতে মেসেজ টাইপ বারের ঠিক নিচে থাকা স্মাইলি আইকনে ক্লিক করতে হবে। এবার আপনি সেখানে জিআইএফ এবং স্টিকারের একটি আইকন দেখতে পাবেন।

Puja Mondal 31 Oct 2024 12:05 PM IST

দীপাবলির বিশেষ মুহূর্তে একে অপরকে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন বাঙালি তথা ভারতবাসীরা। এমন পরিস্থিতিতে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপও তাদের ব্যবহারকারীদের দীপাবলির উপহার স্বরূপ 'হ্যাপি দিওয়ালি' নামে নতুন স্টিকার প্যাক লঞ্চ করেছে। ইংরেজি ছাড়াও ভারতীয় ব্যবহারকারীদের জন্য হিন্দিতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে স্টিকারগুলি। হোয়াটসঅ্যাপের এই হ্যাপি দিওয়ালি স্টিকারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। আপনি এই স্টিকারটি বিনামূল্যে ডাউনলোড করতে পারেন এবং এটি আপনার ফোনে ব্যবহার করতে পারেন।

হোয়াটসঅ্যাপে দিওয়ালি স্টিকার ডাউনলোড করবেন কীভাবে?

আপনি হয়তো এর আগেও হোয়াটসঅ্যাপে বিভিন্ন স্টিকার ব্যবহার করেছেন। ফোনে দিওয়ালি স্টিকার ডাউনলোড করতে মেসেজ টাইপ বারের ঠিক নিচে থাকা স্মাইলি আইকনে ক্লিক করতে হবে। এবার আপনি সেখানে জিআইএফ এবং স্টিকারের একটি আইকন দেখতে পাবেন। স্টিকার আইকনে ক্লিক করার পরে, প্লাস চিহ্নে ক্লিক করুন এবং তারপরে হ্যাপি দিওয়ালি স্টিকার সার্চ করুন।

আপনি যদি সার্চে দিওয়ালি স্টিকার না পেয়ে থাকেন, তাহলে https://api.whatsapp.com/stickerpack/Diwali/?app_absent=0 কপি করে আপনার ফোনের ব্রাউজারে পেস্ট করুন এবং তারপর সার্চ করে আপনার হোয়াটসঅ্যাপে স্টিকার যুক্ত করুন। স্টিকার যুক্ত হয়ে গেলে আবার স্মাইলি সেকশনে গিয়ে স্টিকার আইকনে ক্লিক করে হ্যাপি দিওয়ালি স্টিকারের প্যাক থেকে প্রিয়জনদের স্টিকার পাঠান।

টেনার - Tenor

দিওয়ালি স্টিকার ও জিআইএফ পাওয়ার জন্য টেনার আরেকটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম। এখানে দিওয়ালি সম্পর্কিত অ্যানিমেটেড গ্রিটিংস এবং স্টিকারের বিশাল সংগ্রহ রয়েছে। এই স্টিকারগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মেসেজিং অ্যাপগুলিতে সহজেই শেয়ার করা যায়। কেবল আপনাকে সার্চ বারে 'দিওয়ালি' টাইপ করে সার্চ করতে হবে।‌ এরপর পছন্দের স্টিকার পেয়ে যাবেন।

Show Full Article
Next Story