WhatsApp ভিডিও কলের জন্য আনল লো লাইট মোড, অন্ধকারেও পরিষ্কার দেখা যাবে, কীভাবে চালু করবেন

WhatsApp তাদের ব্যবহারকারীদের অডিও ও ভিডিও কলের সুবিধা দেয়। সম্প্রতি সময়ে কলিং ফিচার নিয়ে মেটা মালিকানাধীন সংস্থাটিকে...
Ankita Mondal 14 Oct 2024 9:52 AM IST

WhatsApp তাদের ব্যবহারকারীদের অডিও ও ভিডিও কলের সুবিধা দেয়। সম্প্রতি সময়ে কলিং ফিচার নিয়ে মেটা মালিকানাধীন সংস্থাটিকে কাজ করতে দেখা যাচ্ছে। এখন তারা কম আলোতেও দুর্দান্ত ভিডিও কলের সুবিধা দেবে বলে জানা গেছে। WhatsApp এর আইওএস ও অ্যান্ড্রয়েড ভার্সনে লো-লাইট মোড যুক্ত হচ্ছে। আসুন এই নতুন ফিচারটি কীভাবে কাজ করবে এবং কীভাবে আপনি ভিডিও কলের সময় লো লাইট মোড এনাবল করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ফিচারের নাম শুনেই বলার অপেক্ষা রাখে না যে, হোয়াটসঅ্যাপের লো-লাইট মোড ফিচারের উদ্দেশ্য কম-আলোতে ভিডিও কলের মান উন্নত করা। লো-লাইট মোড ফিচার ব্যবহার করলে সার্বিকভাবে ব্রাইটনেস বেড়ে যাবে, যা মুখে আরও আলো নিয়ে আসে। এর অর্থ হল ভিডিও কলিংয়ের সময় আলোর অবস্থা যাই হোক না কেন, আপনার বন্ধুরা এবং পরিবার আপনাকে আরও ভালভাবে দেখতে সক্ষম হবে।

হোয়াটসঅ্যাপে লো-লাইট মোড কীভাবে ব্যবহার করবেন?

- লো-লাইট মোড ব্যবহার করাও খুব সহজ। এটি চালু করতে নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন:

- WhatsApp খুলুন।

- ভিডিও কল করুন।

- আপনার ভিডিও ফিডটি পুরো স্ক্রিনে প্রসারিত করুন।

- লো-লাইট মোডটি এনাবল করতে, উপরের ডানদিকে কোণায় উপস্থিত 'বাল্ব' আইকনে ক্লিক করুন।

- এটি বন্ধ বা বন্ধ করতে, দ্বিতীয়বার বাল্ব আইকনে চাপুন।

আপাতত হোয়াটসঅ্যাপের আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সনে লো-লাইট মোড পাওয়া যাবে। তবে ফিচারটি উইন্ডোজ হোয়াটসঅ্যাপ অ্যাপে উপলব্ধ নেই।

Show Full Article
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms