চ্যাটিং আরও জমজমাট করে তুলতে টাইপিং ইন্ডিকেটর ফিচার আনল WhatsApp

হোয়াটসঅ্যাপের নতুন টাইপিং ইন্ডিকেটর ফিচারটির পরীক্ষা শুরু হল। সংস্থাটি এখন বিশ্বব্যাপি ব্যবহারকারীদের কাছে এটি চালু করা শুরু করেছে। ফিচারের সুবিধা কী কী জানুন।

Suvrodeep Chakraborty 6 Dec 2024 9:07 PM IST

প্রতিনিয়ত কিছু না কিছু নতুন ফিচার বা আপডেট নিয়ে হাজির হচ্ছে WhatsApp। এক রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি একটি নতুন ফিচার টাইপিং ইন্ডিকেটর নিয়ে পরীক্ষা শুরু করেছে মেটা। সংস্থার দাবি, এই ফিচার আরও আনন্দদায়ক করে তুলবে চ্যাটিং। ব্যক্তিগত চ্যাট এবং গ্রূপ চ্যাট, দু’জায়গাতেই পাওয়া যাবে ফিচারটির সুবিধা। এই আপডেটটি ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টের সাম্প্রতিক সংযোজন অনুসরণ করে আনা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার টাইপিং ইন্ডিকেটর

মেটা হোয়াটসঅ্যাপের জন্য একটি নতুন ফিচারের ঘোষণা করেছে। যখন কেউ একটি মেসেজ টাইপ করবে, এই বৈশিষ্ট্যটি আপনার চ্যাট স্ক্রিনের নীচে '...' ভিজ্যুয়াল ইঙ্গিত প্রদর্শন করবে। যে ব্যক্তি টাইপ করছেন তার প্রোফাইল ছবি-সহ। এটি গ্রুপ চ্যাটে বিশেষভাবে সহায়ক যেখানে একাধিক ব্যক্তি একই সময়ে মেসেজ পাঠাতে পারে।

এই নতুন টাইপিং ইন্ডিকেটর ফিচারটি চ্যাট স্ক্রিনের শীর্ষে উপস্থিত অপশনগুলির মধ্যে যোগ করা হবে। যার ফলে আপনি যার সাথে চ্যাট করছেন তিনি সক্রিয়ভাবে প্রতিক্রিয়া লিখছেন কিনা তা সহজে জানা যাবে।

উল্লেখ্য, এই ফিচারটি প্রথম অক্টোবরে ঘোষণা করা হয়েছিল। প্রাথমিকভাবে ব্যবহারকারীদের একটি ছোট গ্রুপের মধ্যে পরীক্ষা করা হয়েছিল। এখন, iOS এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যই আনা হচ্ছে ফিচারটি। সম্প্রতি এক টেক রিপোর্টে, হোয়াটসঅ্যাপে ফিচারটির উপলব্ধতা সম্পর্কে নিশ্চিত করা হয়েছে।

আপনি যদি এই ফিচারটি না পান, তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপের নতুন ভার্সন ডাউনলোড করতে হবে।

Show Full Article
Next Story