ভয়েস মেসেজ ট্রান্সলেট হবে টেক্সটে, whatsApp আনল বহু প্রতীক্ষিত ফিচার

অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ। এবার থেকে ভয়েস মেসেজ ট্রান্সলেট করা যাবে টেক্সট মেসেজে। এটি পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপটি নয়া ভার্সনে আপডেট করতে হবে।

Suvrodeep Chakraborty 22 Nov 2024 7:49 PM IST

সবথেকে বেশি ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিদিন কিছু না কিছু নতুন আপডেট আসে অ্যাপে। এদিন আরও এক নতুন ফিচার যোগ হল হোয়াটসঅ্যাপে। এবার থেকে ভয়েস মেসেজ ট্রানস্ক্রাইব করা যাবে টেক্সট মেসেজে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’ধরনের ফোনেই কাজ করবে ফিচারটি।

উল্লেখ্য, সম্প্রতি হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে আনরিড মেসেজের জন্য ড্রাফট লেবেল এবং আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন হোম স্ক্রিন উইজেট। এবার যোগ হল ভয়েস মেসেজ টু টেক্সট ট্রানস্ক্রাইব ফিচার।

এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে ট্রানস্ক্রিপশন

হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্ট অনুসারে, ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টগুলি সম্পূর্ণরূপে ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করবে। মেসেজগুলি হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে। যিনি মেসেজটি পাবেন শুধুমাত্র তিনি ট্রান্সক্রিপ্ট ফিচার অ্যাক্সেস করতে পারেন। এর জন্য হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে ম্যানুয়ালি ফিচারটি চালু করতে হবে। একবার সক্রিয় হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ভয়েস মেসেজ টেক্সটে ট্রানস্ক্রাইব হয়ে যাবে।

যেভাবে ফিচারটি অন করবেন হোয়াটসঅ্যাপ ভয়েস ট্রানস্ক্রাইব ফিচার

>> হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংসে ক্লিক করুন

>> তারপর চ্যাট অপশনে ট্যাপ করুন

>> এখানে ভয়েস মেসেজ ট্রানস্ক্রিপ্ট টগলে ক্লিক করে পছন্দের ভাষা সিলেক্ট করুন

>> এবার ভয়েস মেসেজ ট্যাপ ও হোল্ড করুন, তারপর ট্রাবস্ক্রাইবে ক্লিক করুন

>> সম্পূর্ণ ট্রান্সক্রিপশন পড়ার জন্য এক্সপ্যান্ড আইকনে ক্লিক করুন

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যে ট্রান্সক্রিপ্ট তৈরি হতে কিছুটা সময় লাগতে পারে। অসমর্থিত ভাষা, অচেনা শব্দ, ব্যাকগ্রাউন্ডের শব্দ বা অন্যান্য সীমাবদ্ধতার কারণে ট্রান্সক্রিপ্ট অনুপলব্ধ দেখাতে পারে স্ক্রিনে।

কী কী ভাষায় সুবিধা পাওয়া যাবে?

বর্তমানে ফিচারটি নির্দিষ্ট কয়েকটি ভাষাতেই পাওয়া যাচ্ছে - অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইংরেজি, পর্তুগিজ এবং স্প্যানিশ। আইওএস ব্যবহারকারীদের জন্য আরাবিক, চাইনিজ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, নরওয়েজিয়ান, থাই, তুর্কি এবং সুইডিশ। আইওএস ভার্সনে ভাষার সংখ্যা বেশি।

Show Full Article
Next Story