জরুরি মেসেজ দেখতে পাবেন এক নজরেই, দারুণ কাজের ফিচার আনছে WhatsApp

WhatsApp যেন নিজেকে রোজ একটু একটু করে ঢেলে সাজানোর নেশায় মেতেছে! এমনিতে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি প্রায়ই নতুন ফিচার এনে থাকে, কিন্তু বিগত কয়েক সপ্তাহে তাদের…

WhatsApp যেন নিজেকে রোজ একটু একটু করে ঢেলে সাজানোর নেশায় মেতেছে! এমনিতে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি প্রায়ই নতুন ফিচার এনে থাকে, কিন্তু বিগত কয়েক সপ্তাহে তাদের এই প্রবণতা একটু বেশিই পরিলক্ষিত হচ্ছে। পার্সোনাল চ্যাট লক, নতুন ইন্টারফেস, মেসেজ এডিট ইত্যাদি নানা নতুন সুবিধা হালফিলে WhatsApp-এ যুক্ত হয়েছে। এমনকি সংস্থাটি প্রাইভেসি চেকআপ টুল, সাইলেন্স ইনকামিং কলের মতো অপশনও এনেছে। তবে এখানেই থেমে না থেকে Meta মালিকানাধীন মেসেজিং মাধ্যমটি এবার আরও কিছু আপডেট আনতে চলেছে বলে শোনা যাচ্ছে। নতুন রিপোর্ট অনুযায়ী, WhatsApp মেসেজ পিনিং (pinning) ফিচারের ওপর কাজ করছে, যা খুব শীঘ্রই ইউজারদের ব্যস্ত জীবনে কার্যকরী হবে।

WhatsApp-এ এবার মেসেজ পিন করা যাবে, মিলবে টাইমারও

WABetaInfo-র নতুন রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটার জন্য একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যার সাহায্যে ইউজাররা ইন্ডিভিজ্যুয়াল এবং গ্রুপ চ্যাটের মধ্যে কোনো মেসেজ পিন করতে এবং সেটি কতক্ষণ পিন থাকবে সেই সময়সীমা বেছে নিতে পারবেন – ঠিক মেসেজ মিউট (Mute) সিস্টেমের মতো। মানে এখনও অবধি যেখানে একবার কোনো চ্যাট পিন করলে তা সমস্ত চ্যাটের ওপরে প্রদর্শিত হয়, তেমনই চ্যাটের মধ্যেকার মেসেজ ‘স্টার’ (star) করে রাখার বদলে নির্দিষ্ট সময়ের জন্য পিন করে সহজে অ্যাক্সেস করা যাবে।

এই বিষয়ে WABetaInfo একটি স্ক্রিনশট শেয়ার করেছে যার ভিত্তিতে বলা যায়, হোয়াটসঅ্যাপ, ইউজারদের মেসেজ পিনের টাইমার সেট করে রাখার জন্য ২৪ ঘন্টা, ৭ দিন এবং ৩০ দিন – তিনটি ভিন্ন অপশন অফার করবে। টাইমার নির্ধারিত সময় অতিক্রান্ত হলে মেসেজ আপনা-আপনি আনপিন হয়ে যাবে। চাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যেকোনো সময় পিন করা মেসেজটিকে আনপিন করতে পারবেন। নিঃসন্দেহে এটি খুব কাজের একটি ফিচার হতে চলেছে। তবে এখনই কেউ এটি ব্যবহার করতে পারবেননা, কারণ এই মেসেজ পিনিং ফিচার এখন পরীক্ষার পর্যায়ে রয়েছে।

সম্প্রতি WhatsApp-এ এসেছে এই ফিচার

হোয়াটসঅ্যাপ কোম্পানি সম্প্রতি ‘সাইলেন্স আননোন কলার’ (Silence unknown caller) নামের ফিচার এনেছে, যা সেভ নেই এমন ফোন নম্বর থেকে আগত কলগুলিকে মিউট বা সাইলেন্ট করে দেবে। এটি মূলত ভারতের ক্রমবর্ধমান হোয়াটসঅ্যাপ স্ক্যাম এড়াতে কাজে আসবে বলে আশা করা হচ্ছে। এদিকে ইউজাররা যাতে নিজের গোপনীয়তা বজায় রেখে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন, সেই জন্য হোয়াটসঅ্যাপ, প্রাইভেসি চেকআপ নামে একটি নতুন টুলও চালু করেছে। এটির মাধ্যমে প্রাইভেসি সেটিংগুলি একনজরে দেখা এবং নিজের ইচ্ছেমতো প্রাইভেসি অপশন বেছে নেওয়া যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন