- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- ক্যায়া বাত্! আর চ্যাটিংয়ের জন্য শেয়ার...
ক্যায়া বাত্! আর চ্যাটিংয়ের জন্য শেয়ার করতে হবেনা নম্বর, WhatsApp আনছে চমৎকার সেটিং
আরও একটি নতুন ফিচার এনে সবাইকে চমকে দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। কারা, কী সুবিধা পাবেন?
লাগাতার ইউজারদের জন্য নতুন আপডেট নিয়ে আসাটা যেন হোয়াটসঅ্যাপের একটা নেশায় পরিণত হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে উন্নত অভিজ্ঞতা দিতে, বিগত কয়েকদিন ধরে বা বলা ভালো ধারাবাহিকভাবে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম লেটেস্ট ফিচার রিলিজ করে চলেছে – আসন্ন দিনগুলিতে 'পিপল নিয়ারবাই'-এর মতো চমকপ্রদ সুবিধাও এতে যুক্ত হবে বলে ইতিমধ্যে শোনা গিয়েছে। সেক্ষেত্রে এবার হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের তালিকায় একটি বহু প্রতীক্ষিত ফিচারের নাম দেখা গেল। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার ডব্লিউএ-বিটা-ইনফোর নতুন রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই সংস্থা 'চুজ ইউজারনেম' নামের অপশন আনতে চলেছে।
এর আগে অনেকবারই শোনা গিয়েছিল যে, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতই হোয়াটসঅ্যাপেও ইউজারনেম সেট করার ফিচার আসবে, কিন্তু পরে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এখন ডব্লিউএ-বিটা-ইনফো, তার এক্স পোস্টে এই নিয়ে কথা বলে একটি স্ক্রিনশট শেয়ার করেছে। আর দেখে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে হোয়াটসঅ্যাপে ফোন নম্বর শেয়ার করার প্রয়োজনীয়তা দূর করতে চলেছে নতুন ফিচারটি। আসুন এখন হোয়াটসঅ্যাপের 'চুজ ইউজারনেম' ফিচারটি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
সবাই পাবেননা হোয়াটসঅ্যাপের নতুন ইউজারনেম ফিচার?
আলোচ্য হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি ওয়েব ক্লায়েন্টের জন্য অর্থাৎ পিসি বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী মানুষজনদের জন্য আসবে বলে জানা গিয়েছে। এই ফিচারের বিশেষত্ব হল যে, একবার এটি এসে গেলে চ্যাটিংয়ের জন্য ইউজারদের আর ফোন নম্বর শেয়ার করতে হবেনা। এক্ষেত্রে তারা নিজস্ব ইউজারনেম তৈরি করার বিকল্প পাবেন যা দিয়ে সার্চ করে বন্ধু, পরিজন বা অন্যান্য ইউজাররা কাউকে খুঁজে পেতে সক্ষম হবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নতুন ফিচারের সাহায্যে তাদের পছন্দের ইউজারনেম তৈরি করার চেষ্টা করলে, প্ল্যাটফর্মটি আগে তার প্রাপ্যতা পরীক্ষা করে দেখবে। একবার কোনো ইউজারনেম উপলভ্য হলে, তা প্রোফাইলে সেট করা যাবে। এক্ষেত্রে এই নামগুলি খুব অনন্য হবে এবং এগুলিতে বিভ্রান্তি হওয়ার বা সাদৃশ্য থাকার সম্ভাবনা এড়াতে চেষ্টা করবে সংস্থা। স্বাভাবিকভাবেই নতুন ফিচারটি ইউজারদের গোপনীয়তার জন্যও বেশ উপযোগী হবে বলে অনুমান করা হচ্ছে। কেননা একবার ইউজারনেম সেট করার পর, হোয়াটসঅ্যাপে যুক্ত হতে ফোন নম্বর শেয়ারের প্রয়োজন হবেনা। যদিও, যাদের কাছে আগে থেকেই নম্বর আছে তারা সংশ্লিষ্ট ইউজারের প্রোফাইল নম্বর দিয়ে সার্চ করতে পারবে।
আপাতত হোয়াটসঅ্যাপের ইউজারনেম ফিচার বিকাশাধীন পর্যায়ে রয়েছে। তবে সাম্প্রতিক চর্চা থেকে আশা করা যায়, খুব শিগগিরই এর বিটা টেস্টিং শুরু হবে।
আরও একটি নতুন ফিচার এনে সবাইকে চমকে দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। কারা, কী সুবিধা পাবেন?