- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- YouTube-এর মত নাকি চ্যানেল খোলা যাবে...
YouTube-এর মত নাকি চ্যানেল খোলা যাবে WhatsApp-এও, আসছে আরও একটি মজার ফিচার
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শিখরে থাকা WhatsApp, ইউজারদের জন্য একের পর এক ফিচার এনেই...সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শিখরে থাকা WhatsApp, ইউজারদের জন্য একের পর এক ফিচার এনেই চলেছে। তবে এখন এই Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং মাধ্যমটি যে নতুন ফিচারের উপর কাজ করছে, তার কথা জানলে অবাক হবেন আপনিও! আসলে বর্তমানে টেক্সট মেসেজ তথা চ্যাটিংয়ের পাশাপাশি WhatsApp-এ ভয়েস/ভিডিও কল, ফাইল শেয়ারিং, অনলাইন পেমেন্ট ইত্যাদি সুবিধা পাওয়া যায়; তাছাড়া এতে নানারকম আকর্ষণীয় অপশনও উপলব্ধ রয়েছে। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে যে এবার WhatsApp, 'চ্যানেল' (channel) ফিচার আনতে চলেছে, যার ফলে শুধু প্রোফাইল বা গ্রুপ/কমিউনিটি নয়, তৈরি করা যাবে নিজের চ্যানেলও। হ্যাঁ ঠিকই পড়েছেন, শুধু YouTube নয় বরং খুব শীঘ্রই WhatsApp-এও বানানো যাবে চ্যানেল। এতে জরুরি আপডেট সহজে অ্যাক্সেস করা যাবে।
খুব তাড়াতাড়ি আসছে WhatsApp Channels ফিচার
WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, গুগল প্লে স্টোর (Google Play Store)-এর অ্যান্ড্রয়েড ২.২৩.৮.৬ বিটা ভার্সনে উল্লিখিত চ্যানেল ফিচারটি খুঁজে পাওয়া গেছে। এই চ্যানেলগুলি 'আপডেট' (Update) নামে স্ট্যাটাস ট্যাবের মধ্যে আলাদাভাবে থাকবে – এর জন্য থাকবে পৃথক ইন্টারফেসও। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আদান প্রদান করা মেসেজগুলি কিন্তু এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হবেনা, তবে সংস্থা, চ্যানেল ইউজারদের ফোন নম্বর এবং অন্যান্য তথ্য প্রকাশ্যেও আনবেনা।
এছাড়া হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকারটি নিশ্চিত করেছে যে, যেহেতু এই চ্যানেলগুলি পাবলিক সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে উপলব্ধ হবেনা, তাই ইউজাররা কোন হোয়াটসঅ্যাপ চ্যানেলে সাবস্ক্রাইব করতে চান তা কন্ট্রোল করতে পারবেন। আবার এক্ষেত্রে তাঁরা কাকে ফলো করেছেন বা কাকে তারা নিজেদের কন্ট্যাক্টে যুক্ত করেছেন, সেটা দেখতে পাবেনা অন্য কেউ।
বলে রাখি, আসন্ন এই ফিচার একবার চালু হলে হোয়াটসঅ্যাপ, চ্যানেল হ্যান্ডেলগুলিকে সাপোর্ট করবে, যার ফলে এক্সটারনাল ওয়েবসাইট নেভিগেট করার প্রয়োজন হবেনা। অন্যদিকে ইউজাররা হোয়াটসঅ্যাপের মধ্যে তাদের নাম লিখে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে পারবেন। তবে এই ফিচার একেবারে নতুন নয়, কার্যত একইরকম অপশন আগে থেকে উপলব্ধ রয়েছে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম টেলিগ্রাম (Telegram)-এ।