1 মাসে নিষিদ্ধ হয়েছে 72 লাখের বেশি WhatsApp অ্যাকাউন্ট, প্রকাশ্যে কোম্পানির নতুন মাসিক রিপোর্ট

WhatsApp monthly report: নতুন ফিচার আনার পাশাপাশি, WhatsApp এখন তার কোটি কোটি ইউজারের সুরক্ষার বিষয়েও যথেষ্ট...
Anwesha Nandi 5 Sept 2023 12:50 PM IST

WhatsApp monthly report: নতুন ফিচার আনার পাশাপাশি, WhatsApp এখন তার কোটি কোটি ইউজারের সুরক্ষার বিষয়েও যথেষ্ট ওয়াকিবহাল। সাম্প্রতিক সময়ে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি একদিকে যেমন বেশ কিছু সিকিউরিটি অপশন নিয়ে এসেছে, তেমনই স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে এবং ঝামেলা এড়াতে কোনো বেচাল দেখলেই তারা কোনো কোনো অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে। এই কারণে প্রায় প্রতি মাসেই অসংখ্য WhatsApp অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে। সেক্ষেত্রে Meta মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি এবার সেপ্টেম্বর মাসের জন্য তার 'মাসিক ইন্ডিয়া রিপোর্ট' প্রকাশ করেছে, যেখানে হালফিলে এদেশে WhatsApp কর্তৃক নিষিদ্ধ করা অ্যাকাউন্টের সংখ্যা, প্রাপ্ত রিপোর্ট বা অভিযোগের সংখ্যা এবং নির্দিষ্ট অ্যাকাউন্টগুলির উপর গৃহীত পদক্ষেপের বিশদ বিবরণ সম্পর্কে ধারণা মিলেছে।

গোটা জুলাই মাসে ১ কোটির কাছাকাছি অ্যাকাউন্ট ব্যান করেছে WhatsApp

হোয়াটসঅ্যাপের নতুন রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি, গত ১ জুলাই থেকে ৩১শে জুলাই, ২০২৩ সময়ের মধ্যে ভারতে ৭২ লাখেরও বেশি ক্ষতিকারক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। তাদের মতে, ৭,২২৮,০০০ সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে ৩,১০৮,০০০টি সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল – কোনো রিপোর্ট আসার আগেই। আবার জুলাই মাসে তারা মোট ১১,০৬৭টি রিপোর্ট পেয়েছে বলে জানিয়েছে।

প্ল্যাটফর্মের অপব্যবহার বরদাস্ত করবে না WhatsApp

ইউজার সিকিউরিটির ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নিজের সক্রিয়তা বা চিন্তাভাবনার কথাও সর্বসমক্ষে এনেছে। এমনিতেই প্ল্যাটফর্মটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড (end to end encryption) সিস্টেমের ওপর কাজ করে। তবে সিকিউরিটি ফিচার বা কন্ট্রোলের দিকে খেয়াল রাখা ছাড়াও, স্বচ্ছতা বজায় রাখার জন্য তারা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, অ্যানালাইজার, রিসার্চার প্রভৃতি একাধিক বিশেষজ্ঞদের নিয়ে এক টিম নিযুক্ত করে বলে রিপোর্টে উল্লেখ করেছে। এছাড়া হোয়াটসঅ্যাপ স্পষ্টভাবে এও বলেছে যে তারা সবসময় ইউজারদের প্রতিক্রিয়ার ওপর গভীর মনোযোগ দেয়, আর তার ভিত্তিতেও নানা সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ, ভারতের আইটি (IT) রুল, ২০২১ মেনেই নিয়ত মাসিক রিপোর্ট প্রকাশ করে৷ আর এই রিপোর্টগুলিতে ইউজারদের অভিযোগের বিবরণ এবং সংস্থা কর্তৃক গৃহীত সংশ্লিষ্ট ব্যবস্থার কথা সর্বসমক্ষে তুলে ধরা হয়৷

Show Full Article
Next Story