গুরুত্বপূর্ণ মেসেজ পিন করে রাখা যাবে, WhatsApp ব্যবহারকারীরা শীঘ্রই পাচ্ছে নতুন ফিচার

খুব শীঘ্রই ইউজারদের জন্য আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হতে চলেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। উল্লেখ্য, রোজগার হাজারো চ্যাটের ভিড়ে প্রয়োজনীয়…

খুব শীঘ্রই ইউজারদের জন্য আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হতে চলেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। উল্লেখ্য, রোজগার হাজারো চ্যাটের ভিড়ে প্রয়োজনীয় মেসেজগুলিকে যাতে খুব সহজেই খুঁজে পাওয়া যায়, সেজন্য এতদিন অবধি নির্দিষ্ট কোনো একটি, দুটি কিংবা সর্বোচ্চ তিনটি চ্যাটকে পিন করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। এর ফলে জরুরি কন্ট্যাক্টসগুলিকে চ্যাট উইন্ডোর শীর্ষে দেখা যেতো। তবে গ্রুপ বা চ্যাটের ভিতরে কোনো একটি নির্দিষ্ট মেসেজকে আলাদা করে পিন করে রাখার কোনো উপায় ছিল না। এর ফলে মূলত কোনো গ্রুপের অসংখ্য মেসেজের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো একটিকে খুঁজে পেতে ইউজারদেরকে প্রচণ্ড অসুবিধার মুখোমুখি হতে হতো। তবে রিপোর্ট অনুযায়ী, এবার ব্যবহারকারীদের মুশকিল আসান করতে খুব শীঘ্রই একটি নতুন ফিচার রোলআউট করতে চলেছে WhatsApp। সেক্ষেত্রে আসন্ন এই ফিচার মারফত ঠিক কী সুবিধা পাওয়া যাবে? আসুন বিস্তারিত জেনে নিই।

এবার চ্যাটের মধ্যে মেসেজ পিন করতে পারবেন ব্যবহারকারীরা, WhatsApp আনছে নতুন Pinned Messages ফিচার

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার Wabetainfo-র লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, মেটা (Meta) মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি খুব শীঘ্রই ‘পিনড মেসেজ’ (Pinned Messages) নামক একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে, যার দৌলতে আগামী দিনে পার্সোনাল চ্যাট এবং গ্রুপের ভিতরে গুরুত্বপূর্ণ মেসেজগুলি আলাদা করে পিন করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। এর ফলে শত শত মেসেজের মধ্যেও দরকারি মেসেজটি এক চুটকিতেই খুঁজে নেওয়া যাবে। স্পষ্টতই আলোচ্য ফিচারটি যে ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর বলে প্রমাণিত হবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

ওয়াবেটাইনফো আরও জানিয়েছে যে, অ্যান্ড্রয়েড (Android)-এর জন্য প্লে স্টোর (Play Store)-এ উপলব্ধ হোয়াটসঅ্যাপ বিটা ২.২৩.৩.১৭ আপডেটে উক্ত ফিচারটির দেখা মিলেছে। তবে যেহেতু ফিচারটি বর্তমানে বিকাশের অধীনে রয়েছে, তাই আগামী দিনে অ্যাপ্লিকেশনটির কোনো-এক আপডেটে এটির স্টেবল রোলআউট হবে বলে আশা করা যেতে পারে। ফলে ফিচারটি ব্যবহার করতে হলে সকল ইউজারদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

এবার WhatsApp মারফত কল করা হবে আরও সহজ, আসছে নতুন ফিচার

অন্যদিকে WAbetainfo-র আর-একটি রিপোর্ট অনুযায়ী, হালফিলে হোয়াটসঅ্যাপ একটি কলিং শর্টকাট (calling shortcut) ফিচার রোলআউট করার পরিকল্পনা করেছে, যা ব্যবহারকারীদের দ্রুত কল ডায়াল করার জন্য কলিং শর্টকাট তৈরি করতে সহায়তা করবে। বলে রাখি, এই ফিচারটির আগমন ঘটলে ব্যবহারকারীরা কন্ট্যাক্ট লিস্টের মধ্যে থাকা কন্ট্যাক্ট সেলে ট্যাপ করে হোয়াটসঅ্যাপ কলিং শর্টকাট তৈরি করতে পারবেন। এরপর ইউজারদের তৈরি করা কলিং শর্টকাটটি স্বয়ংক্রিয়ভাবে তাদের ডিভাইসের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে কাউকে কল করার জন্য ব্যবহারকারীদেরকে আর হোয়াটসঅ্যাপ ওপেন করে সংশ্লিষ্ট নম্বরটির খোঁজ করতে হবে না, এই শর্টকাটটির মাধ্যমে তারা অতি অনায়াসে যে কাউকে কল করতে সক্ষম হবেন। উল্লেখ্য যে, আলোচ্য ফিচারটি বর্তমানে বিকাশের অধীনে রয়েছে, এবং অ্যাপ্লিকেশনটির ভবিষ্যতের কোনো-এক আপডেটে এটি উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।