WhatsApp আনল ভিডিও শুটের জন্য দুর্দান্ত ফিচার, নয়া ক্যামেরা মোড দেবে চ্যাটিংয়ের আসল মজা

হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার আনছে। সংস্থাটি তাদের নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও...
ANKITA 3 July 2024 12:13 PM IST

হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার আনছে। সংস্থাটি তাদের নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলছে। কিছুদিন আগে ভিডিও মসেজের জন্য কুইক রিপ্লাই ফিচার চালু করেছিল তারা। এবার ভিডিও সংক্রান্ত নতুন একটি ফিচার নিয়ে হাজির হল সংস্থাটি। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত জানিয়েছে ওয়াবটাইনফো। এই ফিচারের নাম ক্যামেরা ভিডিও নোট। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের চ্যাটে কনটেন্ট শেয়ার করার জন্য নতুন ক্যামেরা মোড অফার করে। এই মোডের সাহায্যে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ক্যামেরা ইন্টারফেসের মধ্যে ভিডিও নোট রেকর্ড করতে সক্ষম হবেন।

স্ক্রিনশটে দেখা গেছে নতুন ফিচারের ঝলক

এতদিন ভিডিও রেকর্ড করতে চ্যাট বারে দেওয়া ক্যামেরা আইকনে ট্যাপ করে ধরে রাখতে হতো ব্যবহারকারীদের। তবে নতুন হোয়াটসঅ্যাপ ফিচার এই ব্যবস্থার পুরো পরিবর্তন ঘটাবে।

ওয়াবটাইনফো সম্প্রতি একটি এক্স পোস্টে এই ফিচার সম্পর্কে জানিয়েছে। তারা নতুন ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.১৪.১৪ বিটা ভার্সনে এই ফিচারকে খুঁজে পাওয়া গেছে।

https://twitter.com/WABetaInfo/status/1808275750979621273

ভিডিও মেসেজে দ্রুত রিপ্লাই দেওয়া যাবে

হোয়াটসঅ্যাপ তাদের ২.২৪.১৪.৫ অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ব‌্যবহারকারীদের ভিডিও মেসেজের ক্ষেত্রে দ্রুত রিপ্লাই দেওয়ার ব‌্যবস্থা করছে। নয়া আপডেটে ভিডিও মেসেজের পাশে একটি শর্টকাট আইকন দেখা গেছে। এটিতে ট্যাপ করে, বিটা ব্যবহারকারীরা ভিডিও মেসেজের উত্তর দিতে পারেন।

Show Full Article
Next Story