WhatsApp আনল নয়া ফিচার, অনলাইন না দেখিয়েও করুন চ্যাটিং

আকছার নতুন ফিচার রোলআউট করা বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ)-এর নিত্যদিনের কাজ বললে খুব একটা ভুল বলা হবে না। সেক্ষেত্রে হালফিলে সংস্থাটি…

আকছার নতুন ফিচার রোলআউট করা বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ)-এর নিত্যদিনের কাজ বললে খুব একটা ভুল বলা হবে না। সেক্ষেত্রে হালফিলে সংস্থাটি আবারও একটি বেশ কার্যকর ফিচার রোলআউট করার লক্ষ্যে জোরকদমে কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছে, যেটির জন্য কোটি কোটি ইউজার দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সম্প্রতি এক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, Meta (মেটা) মালিকানাধীন কোম্পানিটির আসন্ন এই ফিচারের নাম Who can see when I am online (হু ক্যান সি হোয়েন আই অ্যাম অনলাইন)। WhatsApp-এর এই নতুন ফিচারের মাধ্যমে অ্যাপ ব্যবহার করার সময় ইউজাররা নিজেদের অনলাইন স্ট্যাটাস নির্বাচিত কিছু ব্যক্তিদের কাছ থেকে লুকোতে পারবেন। সোজা ভাষায় বললে, আসন্ন এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে, তারা কোন কোন ব্যক্তিকে নিজেদের অনলাইন স্ট্যাটাস দেখাতে চান, আর কাদেরকে দেখাতে চান না।

এবার চাইলেই নির্বাচিত ব্যক্তিদের কাছ থেকে নিজেদের অনলাইন স্ট্যাটাস হাইড করতে পারবেন ইউজাররা

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র এক সাম্প্রতিক রিপোর্টে এই খবরটি প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী, আলোচ্য ফিচারটির আগমন ঘটলে ইউজাররা অতি অনায়াসে নির্বাচিত কিছু ব্যক্তিদের কাছ থেকে নিজেদের অনলাইন স্ট্যাটাস হাইড করতে সক্ষম হবেন। হোয়াটসঅ্যাপ সেটিংসের প্রাইভেসি সেকশনে বিদ্যমান Last seen and online (লাস্ট সিন অ্যান্ড অনলাইন) অপশনে এই বিকল্পটি পাবেন ইউজাররা। সোজা কথায় বললে, আলোচ্য ফিচারটির সৌজন্যে নির্বাচিত ব্যক্তিরা জানতেই পারবেন না যে কোনো একজন অনলাইন আছেন, অথচ সংশ্লিষ্ট ইউজার অতি অনায়াসে তার পছন্দসই মানুষদের সঙ্গে চ্যাটিংপর্ব চালিয়ে যেতে পারবেন।

এছাড়া, ইউজারদের সুবিধার্থে WABetaInfo আসন্ন ফিচারটির একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। স্ক্রিনশট অনুযায়ী, ব্যবহারকারীরা লাস্ট সিন অ্যান্ড অনলাইন অপশনে গিয়ে নিজেদের অনলাইন স্ট্যাটাসের সেটিংস পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি, ইউজারদের কাছে নিজেদের লাস্ট সিন হাইড করার জন্য চারটি বিকল্প রয়েছে – Everyone (এভরিওয়ান), My Contacts (মাই কন্ট্যাক্টস), My Contacts Except (মাই কন্ট্যাক্টস একসেপ্ট) এবং Nobody (নোবডি)। অন্যদিকে, অনলাইন স্ট্যাটাসের জন্য কোম্পানি Everyone (এভরিওয়ান) এবং Same as last seen (সেম অ্যাজ লাস্ট সিন) অপশন দুটি মজুত রেখেছে। সেক্ষেত্রে Who can see when I am online ফিচারের আওতায় লাস্ট সিনের ক্ষেত্রে My Contacts Except অপশনটিকে সিলেক্ট করলেই ইউজারের বেছে নেওয়া কন্ট্যাক্টস ছাড়া আর কেউ জানতে পারবে না যে তিনি অনলাইন আছেন কি না! অর্থাৎ আরও ভালোভাবে বললে, My Contacts Except অপশনটিকে সিলেক্ট করলে কার্যত এক ঢিলে দুই পাখি মারা হবে, ইউজারদের পছন্দসই ব্যক্তিরা ছাড়া অন্য কেউই তাদের লাস্ট সিন কিংবা অনলাইন স্ট্যাটাস দেখতে পাবেন না।

আপাতত বিকাশের অধীনে রয়েছে এই ফিচার

প্রসঙ্গত জানিয়ে রাখি, WhatsApp-এর অ্যান্ড্রয়েড (Android) বিটা (beta) আপডেটে (২.২২.২০.৯ ভার্সনে) সংস্থাটি নির্বাচিত কিছু বিটা টেস্টারদেরকে এই ফিচারটি অফার করেছে। WABetaInfo-এর মতে, কিছু সংখ্যক বিটা টেস্টার ২.২২.২০.৭ ভার্সনেও এই ফিচারটির দেখা পেতে পারেন। সেক্ষেত্রে যেহেতু এখন আলোচ্য ফিচারটি বিকাশের অধীনে রয়েছে, তাই সর্বসাধারণের জন্য কবে এটির স্টেবল রোলআউট হবে, সে সম্পর্কে সংস্থার তরফে এই মুহূর্তে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন