জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম WhatsApp তাদের ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। গত কয়েক মাসে ব্যবহারকারীরা বেশ কিছু আশ্চর্যজনক ফিচার পেয়েছে, যার কারণে প্ল্যাটফর্মে চ্যাটিং অভিজ্ঞতা অনেক উন্নত হয়েছে। এর মধ্যে রয়েছে মেটা এআই ফিচার বা পছন্দের মেম্বারকে উপরে রাখার সুবিধা প্রভৃতি। এখন আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের জন্য আরেকটি নতুন ফিচার আনছে।
হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনদের ক্ষমতা বাড়ছে
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার প্ল্যাটফর্ম WABetaInfo তাদের রিপোর্টে জানিয়েছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ চ্যাটে অ্যাডমিনরা আগের চেয়ে বেশি ক্ষমতা পেতে পারেন। WABetaInfo-এর দাবি অনুযায়ী, অ্যাডমিনদের হাতে আরও বেশি হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ চ্যাটের নিয়ন্ত্রণ দেওয়া হবে। সংস্থাটি কিছু অ্যান্ড্রয়েড বিটা পরীক্ষক ব্যবহারকারীদের জন্যও এই ফিচারটি চালু করেছে।
WABetaInfo-এর রিপোর্টে বলা হয়েছে, নতুন ফিচারের মাধ্যমে গ্রুপ চ্যাটের অ্যাডমিনরা নির্দিষ্ট কিছু চ্যাট কেবল তারাই দেখতে পাবেন। এছাড়াও, নির্দিষ্ট চ্যাট দেখার জন্য কাউকে আমন্ত্রণ জানাতে পারবেন।
এর পাশাপাশি, কমিউনিটি অ্যাডমিনরা নতুন গ্রুপে কাকে চ্যাট দেখার ক্ষমতা দিতে চান তার নিয়ন্ত্রণও পাবেন। এই ফিচারের মাধ্যমে কমিউনিটি অ্যাডমিনরা গ্রুপ চ্যাটে বাকি ব্যক্তিদের লুকিয়ে রাখতে পারবেন। এর ফলে কমিউনিটি গ্রুপে প্রাইভেসি ফিচার পাবেন ব্যবহারকারীরা।