নতুন মোড়কে আসছে WhatsApp, দেখে নিন নতুন ডিজাইন

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) তাদের ব্যবহারকারীদের সবথেকে ভালো ‘ইউজার এক্সপিরিয়েন্স’ দেওয়ার জন্য নতুন নতুন ফিচার লঞ্চ করতে থাকে। সম্প্রতি জানা গেছে এই মেটা-মালিকানাধীন…

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) তাদের ব্যবহারকারীদের সবথেকে ভালো ‘ইউজার এক্সপিরিয়েন্স’ দেওয়ার জন্য নতুন নতুন ফিচার লঞ্চ করতে থাকে। সম্প্রতি জানা গেছে এই মেটা-মালিকানাধীন অ্যাপটি তাদের অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য সম্পূর্ণ নতুন ডিজাইনের ইউজার ইন্টারফেস বা UI ডেভলপ করছে। ‘হোয়াটসঅ্যাপ ফর অ্যান্ড্রয়েড’ ভার্সনের জন্য আসন্ন UI অনেকটা আইওএস (iOS) সংস্করণের ইউজার ইন্টারফেসের মতো দেখতে হবে। অর্থাৎ এতেও অ্যান্ড্রয়েড থেকে আইওএস অথবা আইওএস থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে সহজে স্যুইচ করার বিকল্প উপলব্ধ থাকবে৷ সর্বোপরি এই নয়া UI আপডেটটি নিজের সাথে ‘বটম নেভিগেশন বার’ (Bottom Navigation Bar) নামক একটি ফিচার নিয়ে আসবে, যা অ্যান্ড্রয়েড অ্যাপের নিচের দিকে অবস্থান করবে।

অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য নতুন ইউজার ইন্টারফেস আনছে WhatsApp

হোয়াটসঅ্যাপের ফিচার ডেভেলপমেন্ট ট্র্যাকার সাইট WABetaInfo প্রদত্ত একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, আলোচ্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি তাদের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি রি-ডিজাইন বাটন বার নিয়ে আসতে চলেছে। আইওএস UI -এর অনুরূপ ডিজাইনের সাথে আসন্ন অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেসের মাধ্যমে অ্যান্ড্রয়েড থেকে আইওএস এবং আইওএস থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে স্যুইচ সহজ হবে। তেমনি এই নয়া আপডেট ব্যবহারকারীদের – চ্যাট, কল, কমিউনিটি এবং স্ট্যাটাসের মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলিকে এক জায়গায় এনে ফেলবে। অর্থাৎ উল্লেখিত বিকল্পগুলি বটম নেভিগেশন বারে উপস্থিত থাকবে, যা ব্যবহারকারীদের ফাস্ট অ্যাক্সেস প্রদান করবে। প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েডের ২.২৩.৮.৪ (WhatsApp beta for Android 2.23.8.4) ভার্সনে এই লেটেস্ট ডিজাইন দেখা গেছে।

Whatsapp New Work Bottom-Placed Navigation Bar

আপডেট ট্র্যাকার সাইটটি, অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য আসন্ন নতুন হোয়াটসঅ্যাপ UI -এর একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। যেখানে, বটম নেভিগেশন বারে চারটি বিকল্প উপস্থিত থাকতে দেখা গেছে, যথা — চ্যাট, কমিউনিটিস, স্ট্যাটাস এবং কল৷ অর্থাৎ আইওএস বা আইফোনে ঠিক যেমন স্টাইলের ইউজার ইন্টারফেস বিদ্যমান সেরকমই এবার অ্যান্ড্রয়েডেও দেখা যাবে। জানিয়ে রাখি বর্তমানে, অ্যান্ড্রয়েড এবং আইওএস -এর জন্য হোয়াটসঅ্যাপ ভিন্ন ইউজার ইন্টারফেস অফার করছে।

প্রসঙ্গত, মেটা-মালিকাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তাদের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অধিক নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা আইফোনের ন্যায় পাসকোড ব্যবহারের মাধ্যমে চ্যাট লক করার ক্ষমতা নিয়েও কাজ করছে। এই ফিচার রোলআউট হলে, ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো চ্যাট উইন্ডোকে হাইড বা লক করার সুবিধা পাবেন। সর্বোপরি, লক করা চ্যাটে পাঠানো ফটো, ভিডিও সহ অন্যান্য মিডিয়া ফাইলগুলি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সংরক্ষিত হবে না বলেও জানা যাচ্ছে।