WhatsApp আনল নতুন ভিডিও মোড, এত মজাদার যে সবাই ব্যবহার করতে চাইবে

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের কথা বলতে গেলে সর্বপ্রথম যে নামটি আমাদের সকলের মাথায় আসে, তা হল WhatsApp। কাজের প্রয়োজনে...
techgup 31 Jan 2023 12:48 PM IST

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের কথা বলতে গেলে সর্বপ্রথম যে নামটি আমাদের সকলের মাথায় আসে, তা হল WhatsApp। কাজের প্রয়োজনে কিংবা অবসর সময়ে চ্যাটিংয়ের জন্য রোজ এই প্ল্যাটফর্মটির মারফত অজস্র ফটো, ভিডিও কিংবা অন্যান্য মিডিয়া ফাইল শেয়ার করা হয়ে থাকে। বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন এই অ্যাপটি ব্যবহার করেন। তাই ইউজারদের ব্যবহারিক এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করতে প্রায়শই নিত্যনতুন কার্যকর তথা মজাদার ফিচার নিয়ে হাজির হয় Meta মালিকানাধীন সংস্থাটি। সেক্ষেত্রে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, WhatsApp হালফিলে Android ব্যবহারকারীদের জন্য একটি নয়া ভিডিও মোড রোলআউট করেছে। কিন্তু এই ফিচার মারফত ঠিক কী সুবিধা পাবেন ইউজাররা? আসুন জেনে নিই।

WhatsApp নিয়ে এল নতুন ভিডিও মোড ফিচার

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, নতুন ভিডিও বা ক্যামেরা মোডের সাহায্যে হোয়াটসঅ্যাপে ভিডিও রেকর্ড এবং শেয়ার করা ব্যবহারকারীদের জন্য খুবই সহজ হবে। এতদিন পর্যন্ত কোনো ছবি তুলে সেটি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হলে ইউজারদেরকে কেবলমাত্র শাটার বাটনটি ক্লিক করতে হতো। কিন্তু ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে শাটার বাটনটিকে প্রেস করে ধরে থাকতে হতো ব্যবহারকারীদের। ফলে আচমকা বাটনটি থেকে হাত সরে গেলেই তৎক্ষণাৎ ভিডিও রেকর্ডিং হওয়া বন্ধ হয়ে যেতো।

তবে WABetaInfo জানিয়েছে যে, উক্ত ভিডিও মোড ফিচারটির আগমনের দৌলতে ইউজাররা এবার হ্যান্ডস ফ্রি ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ পাবেন। অর্থাৎ, ভিডিও রেকর্ড করার জন্য এখন আর ব্যবহারকারীদের শাটার বাটনটিকে চেপে ধরে রাখতে হবে না; মোবাইলের ক্যামেরার মতোই একটা সিঙ্গেল ট্যাপেই শুরু হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ভিডিও রেকর্ডিং। ফলে আলোচ্য ফিচারটির সহায়তায় ইউজাররা যে ব্যাপকভাবে উপকৃত হবেন, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

ফিচারটি ব্যবহার করতে চাইলে WhatsApp-এর লেটেস্ট ভার্সন ইন্সটল করতে হবে

WABetaInfo আরও জানিয়েছে যে, নতুন ফিচারটি ব্যবহার করতে চাইলে Android-এর জন্য WhatsApp-এর ২.২৩.২.৭৩ আপডেটটি গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ডাউনলোড করে নিজেদের ডিভাইসে ইনস্টল করতে হবে ইউজারদের। অর্থাৎ সহজে বললে, প্লে স্টোর থেকে WhatsApp-এর লেটেস্ট ভার্সনটি ইন্সটল করে নিলেই নবাগত ক্যামেরা মোড ফিচারের অ্যাক্সেস পাবেন ব্যবহারকারীরা।

Show Full Article
Next Story