WhatsApp আনল নতুন ইন অ্যাপ কল ডায়ালার, নম্বর সেভ না করেই করতে পারবেন কল

আজ আবার হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের তালিকায় যুক্ত হয়েছে আরেকটি নাম। নতুন এই ফিচারের নাম হোয়াটসঅ্যাপ নিউ ইন-অ্যাপ কল ডায়ালার (WhatsApp In App Call Dialer)।

Puja Mondal 14 Dec 2024 11:51 AM IST

WhatsApp তাদের কোটি কোটি ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতা উন্নত করতে একের পর এক নতুন ফিচার আনছে। গত কয়েকদিনে এই মেসেজিং অ্যাপে বেশ কিছু নতুন ফিচার এসেছে। আজ আবার হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের তালিকায় যুক্ত হয়েছে আরেকটি নাম। নতুন এই ফিচারের নাম হোয়াটসঅ্যাপ নিউ ইন-অ্যাপ কল ডায়ালার (WhatsApp In App Call Dialer)। কিছুদিন আগে, অ্যান্ড্রয়েড 2.24.26.11 হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ব্যবহারকারীরা অজানা ফোন নম্বরে কল করার জন্য একটি নতুন ডায়ালার দেখতে পেয়েছিলেন। এই জন্য অ্যাপে 'কল এ নম্বর' অপশন দেওয়া হয়েছে। এবার আইওএস 24.25.10.76 হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এই ফিচার নিয়ে এসেছে মেটা।

হোয়াটসঅ্যাপ নিউ ইন-অ্যাপ কল ডায়ালার ফিচার আসছে আইফোনে

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo টেস্টফ্লাইটে এই ফিচারটি খুঁজে পেয়েছে এবং এর একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। এই স্ক্রিনশটে ফিচারটি পরিষ্কার দেখা যাচ্ছে। এই ফিচারের মাধ্যমে মেটা মেনুতে একটি এন্ট্রি পয়েন্ট দিয়েছে, যেখান থেকে ব্যবহারকারীরা কলের জন্য কনট্যাক্ট সিলেক্ট করতে পারবেন। এই অংশে ব্যবহারকারী ডায়ালার খোলার অপশন পাবেন। এখানে ব্যবহারকারীরা ফোন নম্বর দিয়ে কল করতে পারবেন। নম্বর দেওয়ার পর হোয়াটসঅ্যাপ ভেরিফাই করবে নম্বরটি হোয়াটসঅ্যাপে রেজিস্টার করা আছে কি না। ভেরিফাইয়ের পর ব্যবহারকারী একটি ব্লু চেকমার্ক দেখতে পাবেন।

ইন-অ্যাপ ডায়ালারের মাধ্যমে ব্যবহারকারীরা কন্টাক্ট লিস্টে থাকা নম্বর সেভ না করেই কল করতে পারবেন। ওয়ান টাইম কুইক কলিং এর জন্য এটি একটি দারুণ ফিচার। আইওএসের জন্য হোয়াটসঅ্যাপ বিটাতেও এই ফিচার এসে গেছে। বিটা টেস্টিং সম্পন্ন হওয়ার পরে, এই ফিচারটি স্টেবল ভার্সনের সমস্ত ব্যবহারকারীদের জন্য রোল আউট করা হতে পারে।

iOS-এ হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে আরও একটি নতুন ফিচার এসেছে

আইওএস ব্যবহারকারীদের জন্য ভয়েস মেসেজে দ্রুত রিপ্লাই দেওয়ার সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারটি শুধু বিটা ইউজারদের জন্য এসেছে। বিটা ব্যবহারকারীরা আইওএস 24.25.10.74 ভার্সনে এই ফিচারটি দেখতে পাবেন। WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এই ফিচার চালু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা ভয়েস মেসেজ চালানো মাত্রই কুইক রিপ্লাইয়ের অপশন দেখতে পাবেন।

Show Full Article
Next Story