এক অ্যাপেই ইচ্ছেমতো লিঙ্ক এবং সুই্যচ করা যাবে একাধিক WhatsApp অ্যাকাউন্ট, এসে গেল নয়া ফিচার

এই কয়েক মাস ধরে শোনা যাচ্ছে যে WhatsApp এবার ইউজারদের সুবিধার্থে একটা অ্যাপেই একের বেশি অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশন বা...
Anwesha Nandi 17 Aug 2023 8:21 PM IST

এই কয়েক মাস ধরে শোনা যাচ্ছে যে WhatsApp এবার ইউজারদের সুবিধার্থে একটা অ্যাপেই একের বেশি অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশন বা মাল্টি অ্যাকাউন্ট লগইন ফিচার আনতে কাজ করছে। একবার এই ফিচার চালু হলে ইউজাররা অন্য কোনো অ্যাপ বা ডিভাইসের সাহায্য ছাড়াই স্মার্টফোনে WhatsApp অ্যাপের মধ্যে ডিফল্ট অ্যাকাউন্টের সাথে অন্য নম্বরের অ্যাকাউন্ট যুক্ত করে রাখতে পারবেন এবং ইচ্ছেমতো সেগুলিতে সুই্যচ করতে পারবেন, ঠিক Facebook, Instagram বা WhatsApp-এর প্রতিদ্বন্দ্বী Telegram-এর মতোই – এমনটা দাবি করা হচ্ছিল। সেক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে যে, এতদিন পর্যন্ত ফিচারটি পরীক্ষাধীন পর্যায়ে থাকলেও এখন কিছু অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য এটি উপলব্ধ হয়েছে। সম্প্রতি আমাদের টেকগাপের কিছু মেম্বার এটি আঙুলের ডগায় পেয়েছেন।

এক অ্যাপেই লগ ইন করে রাখা যাবে একাধিক WhatsApp অ্যাকাউন্ট

সপ্তাহ খানিক আগে হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার Wabetainfo, বিটা ইউজারদের জন্য মাল্টি অ্যাকাউন্ট লগইন ফিচার উপলব্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। পর্যায়ক্রমে এটি নির্বাচিত কিছু ব্যবহারকারীর কাছে পৌঁছেছে। তবে এক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে যে, আমাদের টেকগাপ মেম্বার তার লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ওএস চালিত স্মার্টফোনে এই ফিচার পাননি, কিন্তু অ্যান্ড্রয়েড ১০ ভার্সনে (অ্যাপ ভার্সন ২.২৩.১৭.১৬) চলা ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপে এটি পরিলক্ষিত হয়েছে। খুব শীঘ্রই এটি সবার জন্য রোলআউট হবে বলে আশা করা হচ্ছে।

কীভাবে WhatsApp-এর মাল্টি অ্যাকাউন্ট লগইন ফিচার ব্যবহার করবেন?

১. আপনি যদি বিটা ইউজার হন এবং এই নতুন ফিচার পেয়ে থাকেন, তাহলে অ্যাপে একটির বেশি অ্যাকাউন্ট যুক্ত করতে আপনাকে প্রথমে সেটিংসে যেতে হবে।

২. এখানে আপনি মেইন স্ক্রিনে নিজের নাম ও অ্যাবাউট (About) স্ট্যাটাসের পাশে উপলব্ধ কিউআর (QR) কোড বাটনের পাশে ডাউন অ্যারো আইকনে ট্যাপ করতে হবে।

৩. এরপর আপনি এখানে ডিফল্ট অ্যাকাউন্ট ডিটেলসের ঠিক নিচে 'অ্যাড অ্যাকাউন্ট' (Add Account) অপশন পাবেন।

৪. ওই প্রদত্ত অপশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়ায় আপনি অন্য নম্বরের প্রোফাইল যুক্ত করতে পারবেন। এতে করে আপনার আলাদা ডিভাইস বা অ্যাপ ব্যবহার করতে হবেনা – মেসেজ থেকে নোটিফিকেশন সমস্ত কিছুই এক জায়গায় থাকবে, তাও আবার আলাদাভাবে।

Show Full Article
Next Story