পরিষেবা বিভ্রাটের পর নয়া ফিচার আনল WhatsApp, মিডিয়া ফাইল ফরোয়ার্ডের মজা হবে দ্বিগুণ

গতকাল কার্যত এই সময়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন জায়গায় সাময়িকভাবে অচল ছিল WhatsApp। ভালো ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও...
Anwesha Nandi 26 Oct 2022 2:14 PM IST

গতকাল কার্যত এই সময়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন জায়গায় সাময়িকভাবে অচল ছিল WhatsApp। ভালো ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও মেসেজ আদান প্রদান বা অ্যাকাউন্টে লগইন করতে না পারায় ব্যাপক অস্বস্তিতে পড়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। তবে কিছু সময় পর এই অচলাবস্থা কাটিয়ে চেনা ভঙ্গিতে ফিরে আসে WhatsApp, পরিষেবা বিভ্রাটের জন্য তারা ক্ষমাও চায় এবং সমস্যার কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটির কথা বলে। তবে এইসব কিছুর মাঝে নিজের সমস্ত ইউজারের চ্যাটিং এক্সপিরিয়েন্স আগের চেয়ে আরও ভাল এবং মজাদার করে তুলতে, Meta মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি এবার আরো একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে। এক্ষেত্রে WhatsApp, মিডিয়া শেয়ারিংয়ের ক্ষেত্রে একটি বিশেষ অপশন চালু করা শুরু করেছে বলে জানা গিয়েছে, যার সাহায্যে প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা ফটো, ভিডিও, জিআইএফ বা ডকুমেন্ট ফরওয়ার্ড করার সময়ও তাতে ক্যাপশন যুক্ত করতে পারবেন।

আপাতত WhatsApp-এর অ্যান্ড্রয়েড বিটায় অ্যাক্সেস করা যাবে নয়া ফিচার

WABetaInfo সম্প্রতি একটি টুইট করে এই নতুন ফিচার সম্পর্কে তথ্য দিয়েছে। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার পোর্টালটির ওই টুইট অনুযায়ী, নতুন ফিচারটির নাম 'ফরওয়ার্ডেড মিডিয়া উইথ এ ক্যাপশন' (Forward media with a caption) এবং এটি হোয়াটসঅ্যাপ ইউজারদের কোনো ফাইল অন্য কাউকে ফরোয়ার্ড করার সময় সেটির সাথে ইচ্ছেমত কিছু ক্যাপশন লিখে পাঠাতে পারবেন। এতে, তাদের ফাইলটির প্রসঙ্গে আলাদা করে কোনো মেসেজ করতে হবে না। উল্লেখ্য, এই অপশনটি গত সপ্তাহ পর্যন্ত বিকাশের পর্যায়ে ছিল; তবে এখন অ্যান্ড্রয়েড বিটায় (ভার্সন ২.২২.২৩.১৫) এটিকে চালু করছে সংস্থাটি।

https://twitter.com/WABetaInfo/status/1585051545883639808

অতএব আপনি যদি একজন বিটা টেস্টার হন মানে আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ব্যবহার করে থাকেন, তাহলে এই নতুন ফিচার সম্বলিত আপডেট খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছাবে। আর এই ফিচার উপলব্ধ হলেই, আপনি কোনো মিডিয়া ফাইল ফরওয়ার্ড করার সময় তার নীচে ক্যাপশন যুক্ত করার অপশন এবং সেই অপশন ক্যান্সেল করার একটি নির্দিষ্ট আইকন দেখতে পাবেন।

সম্প্রতি WhatsApp এনেছে এই ফিচারগুলি

স্বল্প কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ তার ইউজারদের ডকুমেন্ট শেয়ার করার সময় তার সাথে ক্যাপশন বা মেসেজ লেখার অপশন প্রদান করেছে। এছাড়া প্ল্যাটফর্মটিতে এসেছে 'অনলাইন' (Online) স্ট্যাটাস হাইড করা, অনলাইন কলের জন্য লিঙ্ক তৈরি করা বা স্ট্যাটাস রিয়্যাকশনের মত ফিচার। আবার খুব শীঘ্রই সংস্থাটি প্রোফাইল ফটোতে 'অবতার' বা ডিজিটাল এক্সপ্রেশনযুক্ত নিজস্ব অ্যানিমেশন ব্যবহার করার বৈশিষ্ট্য রোল আউট করবে বলে শোনা যাচ্ছে। আপকামিং ফিচারের তালিকায় রয়েছে মেসেজ এডিট (Message Edit), আন্ডু মেসেজ (Undo Message)-এর মত কিছু নামও।

Show Full Article
Next Story