চ্যাটিং হবে চমকদার, অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য নতুন কীবোর্ড রোলআউট করল WhatsApp

বিগত কয়েক সপ্তাহে নানাবিধ নতুন ফিচার চালু করার পর, চলতি মাসের মাঝামাঝি দিকে WhatsApp নিজের বিটা (Android এবং iOS উভয়...
Anwesha Nandi 30 Jun 2023 2:32 PM IST

বিগত কয়েক সপ্তাহে নানাবিধ নতুন ফিচার চালু করার পর, চলতি মাসের মাঝামাঝি দিকে WhatsApp নিজের বিটা (Android এবং iOS উভয় ধরণের ডিভাইস ব্যবহারকারী) ইউজারদের জন্য একটি ইমোজি ক্যাটেগরি বারসহ রিডিজাইনড্ কীবোর্ড রোলআউট করে। এতে করে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির বহু পুরোনো কীবোর্ড লেআউটের বদলে নতুনত্ব উপভোগ করার সুযোগ পান অনেকেই। তবে এবার আর গুটিকয়েক ইউজারের জন্য নয়, বরঞ্চ সবার আঙুলের ডগাতেই এই নতুন কীবোর্ড পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে WhatsApp। সম্প্রতি, Meta মালিকানাধীন এই জনপ্রিয় সংস্থাটি সমস্ত অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য রিডিজাইনড্ কীবোর্ডের রোলআউট শুরু করেছে।

পাল্টে যাচ্ছে WhatsApp-এর ইমোজি কীবোর্ড

হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের পর, অ্যান্ড্রয়েড ইউজাররা চ্যাটে ইমোজি, স্টিকার বা জিআইএফ (GIF) ব্যবহার করতে গিয়ে নতুন ইমোজি কীবোর্ড দেখতে পাবেন। এক্ষেত্রে প্রতিটি সেকশনে আগের চেয়ে খুব বেশি বদল পরিলক্ষিত হবেনা, এদের চেহারা আগের মতোই থাকবে। তবে বিভিন্ন সেকশনে ইচ্ছেমতো স্যুইচ করার বা এক-একটি সেকশনকে আলাদা করে অ্যাক্সেস করার বাটনটি কীবোর্ডের ওপরদিকে একটি বারের মধ্যে অবস্থান করবে – চাইলে স্ক্রিন স্লাইড করেও ইমোজি, স্টিকার বা জিআইএফ ব্যবহার করা যাবে। সবমিলিয়ে ইমোজি সেকশন বা কীবোর্ডটি একনজরে দেখতে বেশ অন্যরকম লাগবে।

WhatsApp Update
হোয়াটসঅ্যাপের নতুন কীবোর্ড

প্রসঙ্গত উল্লেখ্য, এই নতুন কীবোর্ডটি ব্যবহার করার জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাপের লেটেস্ট আপডেটটি ইনস্টল করতে হবে।

WhatsApp New Features

এসেছে ভিডিও মেসেজ ফিচার

পূর্ব জল্পনা মতোই অবশেষে এখন হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য ভিডিও মেসেজ ফিচার চালু হয়েছে। সাম্প্রতিক আপডেটের পর অ্যাপের মাইক বাটনে ট্যাপ করলে তা ভিডিও আইকনে রূপান্তরিত হবে। আর এই আইকনে ক্লিক করে আপনি ইচ্ছেমতো ভিডিও রেকর্ড করে কাউকে পাঠাতে পারবেন। এক্ষেত্রে এই ভিডিও, সাধারণ মিডিয়া ফাইল হিসেবে সেন্ড হবেনা। বরঞ্চ এটি মেসেজ আকারে উপলব্ধ হবে যাকে সেভ বা অন্য কাউকে ফরোয়ার্ড করার অপশন মিলবেনা।

এছাড়াও শোনা যাচ্ছে যে, কোম্পানি বর্তমানে 'মেসেজ পিন ড্যুরেশন' (Message pin duration) বলে একটি আকর্ষণীয় ফিচারের উপর কাজ করছে, যা একবার চালু হলে হোয়াটসঅ্যাপ ইউজাররা নিজের ইচ্ছেমতো বা কোনো গুরুত্বপূর্ণ মেসেজ পিন করে রেখে দিতে পারবেন। এক্ষেত্রে মেসেজ পিন করার জন্য ২৪ ঘন্টা, ৭ দিন এবং ৩০ দিনের মতো নির্দিষ্ট সময়ের অপশন থাকবে।

Show Full Article
Next Story