হোয়াটসঅ্যাপে চ্যাট করার পাশাপাশি ব্যবহারকারীরা ছবি ও ভিডিও শেয়ার করতে পারেন। এছাড়াও, হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য ভয়েস নোট অর্থাৎ ভয়েস মেসেজ পাঠাতেও দেয়। যখন মেসেজ টাইপ করা সম্ভব হয় না, তখন ব্যবহারকারী ভয়েস মেসেজ পাঠান, ভয়েস মেসেজিং টাইপিংয়ের চেয়ে সহজ এবং কম সময় নেয়। তবে ভয়েস মেসেজে যদি ব্যক্তিগত কথোপকথন থাকে, তাহলে তা সবার মধ্যে শোনা মুশকিল হয়ে পড়ে। যদিও ইয়ারবাড থাকলে এই সমস্যার সম্মুখীন হতে হয়না, তবে বেশিরভাগ ব্যবহারকারীর কাছে সবসময় ইয়ারবাড থাকে না। আর এই সমস্যার মোকাবিলায় হোয়াটসঅ্যাপ এবার একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে।
ইনকামিং, আউটগোয়িং ভয়েস মেসেজের জন্য নতুন ফিচার এল
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট। এই নতুন ফিচার সম্পর্কে সম্প্রতি একটি এক্স পোস্টে বিস্তারিত জানিয়েছে ওয়াবটাইনফো। তারা এই ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। শেয়ার করা স্ক্রিনশট অনুসারে, হোয়াটসঅ্যাপের ট্রান্সক্রিপশন ফিচারটি ইনকামিং এবং আউটগোয়িং ভয়েস মেসেজের জন্য আনা হয়েছে। এটি ভয়েস মেসেজকে টেক্সটে রূপান্তর করে। এই ফিচারটি সেটআপ করতে আপনাকে ১৩৬ এমবি ডেটা খরচ করতে হবে।
নতুন ফিচারটি ৫টি ভাষা সাপোর্ট করবে
ওয়াবটাইনফো আরও বলেছে যে, ডিভাইসেই ভয়েস ট্রান্সক্রিপ্ট জেনারেট করা হবে, যাতে আপনি ছাড়া অন্য কেউ সেগুলো শুনতে বা পড়তে না পারে। ভয়েস ট্রান্সক্রিপশনের জন্য হিন্দি-সহ পাঁচটি ভাষায় সাপোর্ট পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের এই ফিচার ব্যবহারকারীদের জন্য খুবই উপকারী হবে। যেসব ব্যবহারকারীর শ্রবণশক্তির সমস্যা রয়েছে, তাদের জন্য এই ফিচারটি দারুণ কাজে লাগতে পারে।
স্টেবল ভর্সনে শীঘ্রই আসবে হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট ফিচার
আপাতত গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ২.২৪.১৫.৫ ভার্সনে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট ফিচারটিকে খুঁজে পাওয়া গেছে। বিটা টেস্টের পরে, সংস্থাটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য এই ফিচারের স্টেবল ভার্সন রোল আউট করবে।