অবশেষে Channel ফিচার রোলআউট করার পথে WhatsApp, কীভাবে এটি কাজ করবে?

গত এপ্রিল মাসের গোড়ার দিকে শোনা গিয়েছিল যে WhatsApp এবার 'চ্যানেল' (channel) নামক একটি ফিচার আনতে চলেছে, যার সাহায্যে...
Anwesha Nandi 8 Jun 2023 3:14 PM IST

গত এপ্রিল মাসের গোড়ার দিকে শোনা গিয়েছিল যে WhatsApp এবার 'চ্যানেল' (channel) নামক একটি ফিচার আনতে চলেছে, যার সাহায্যে ব্যক্তিগত প্রোফাইল, গ্রুপ বা কমিউনিটির পাশাপাশি তৈরি করা যাবে নিজের চ্যানেলও – ঠিক Telegram-এর মতো। সেক্ষেত্রে এখন মানে প্রায় দু মাস পর ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এই নয়া ফিচার রোলআউট করতে শুরু করেছে। আগের সমস্ত জল্পনায় সীলমোহর দিয়ে সাম্প্রতিক ঘোষণায় WhatsApp জানিয়েছে যে, তারা 'আপডেট' (Update) নামে একটি নতুন ট্যাব তৈরি করেছে যার মাধ্যমে চ্যানেল অপশন অ্যাক্সেস করা যাবে। আর এই ট্যাবটি আলাদাভাবে স্ট্যাটাস সেকশনের মধ্যে থাকবে৷ কিন্তু আদতে কী এই WhatsApp Channel? আর এর কার্যকারিতাই বা কী? আসুন এক নজরে দেখে নিই কিছু খুঁটিনাটি তথ্য।

WhatsApp Channel কী?

হোয়াটসঅ্যাপ চ্যানেল হল মূলত গ্রুপ বা কমিউনিটি অ্যাডমিনদের একটি একমুখী (ওয়ান-ওয়ে) ব্রডকাস্টার টুল যার মাধ্যমে তারা টেক্সট, ফটো, ভিডিও, স্টিকার এবং পোল শেয়ার করার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা পাবেন। আর সাধারণ ইউজারদের চ্যানেলগুলি সার্চেবল ডিরেক্টর হিসেবে কাজ করবে, যেখানে তারা সহজে খুঁজে পাবেন তাদের পছন্দ বা আগ্রহের বিষয়গুলির আপডেট। তবে চ্যানেলের মধ্যে আদান প্রদান করা মেসেজগুলি কিন্তু হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন (end-to-end encryption) সিস্টেমের আওতায় কাজ করবেনা, কোনো চ্যানেলের সমস্ত তথ্য ৩০ দিন বিদ্যমান থাকবে এবং তারপরে নিজে নিজে অদৃশ্য হয়ে যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এক্ষেত্রে ইউজাররা চ্যাট, ই-মেইল বা অনলাইনে পোস্ট করা ইনভাইট লিঙ্কের মাধ্যমে কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন বা সাবস্ক্রাইব করতে সক্ষম হবেন। আবার কোন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান তাও কন্ট্রোল করতে পারবেন খোদ ইউজার। এছাড়াও তাঁরা কাকে ফলো করেছেন বা কাকে তারা নিজেদের কন্ট্যাক্টে যুক্ত করেছেন, সেটা দেখতে পাবেনা অন্য কেউ। এদিকে চ্যানেল অ্যাডমিনদের ফোন নম্বর এবং প্রোফাইল ফটো ফলোয়ারদের দেখানো হবেনা, একইভাবে এক ফলোয়ারের ফোন নম্বর অন্যের কাছে প্রকাশ হবেনা। অ্যাডমিনরা তাদের ফলো এবং চ্যানেল ডিরেক্টরির প্রাইভেসি সেট করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্ট অনুযায়ী, এই নতুন অপশনের সামঞ্জস্য রেখে কাজ করবে পেমেন্ট ফিচার – মানে চ্যানেলগুলিতে হোয়াটসঅ্যাপ পেমেন্টের সুবিধাও মিলবে। আর বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে আয়ের রাস্তা খুলে যাবে বলে তাদের ভাবনা।

আপাতত এইসব জায়গায় উপলব্ধ WhatsApp-এর নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলি প্রাথমিকভাবে সিঙ্গাপুর এবং কলম্বিয়াতে উপলব্ধ হবে, তারপর ধীরে ধীরে এটি বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে বলে কোম্পানি জানিয়েছে। তাই আমাদের ভারতে এই ব্যবহার করতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

Show Full Article
Next Story