- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- আমেরিকা থেকে WhatsApp-এ ফোন এসেছে?...
আমেরিকা থেকে WhatsApp-এ ফোন এসেছে? সাবধান, একটু অসতর্ক হলেই বিপদে পড়বেন
স্থান-কাল-পাত্র ভেদে এখন সবাই কম-বেশি WhatsApp-এর ওপর নির্ভরশীল। ভারতে তাদের প্রায় ৫০০ মিলিয়ন ইউজার রয়েছে। তবে বারবার...স্থান-কাল-পাত্র ভেদে এখন সবাই কম-বেশি WhatsApp-এর ওপর নির্ভরশীল। ভারতে তাদের প্রায় ৫০০ মিলিয়ন ইউজার রয়েছে। তবে বারবার দেখা যাচ্ছে যে, শুধু সাধারণ মানুষ নয়, বরঞ্চ ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিকে প্রতারণামূলক কার্যসিদ্ধির জন্য ব্যবহার করছে স্ক্যামাররা। যেমন, লাখ লাখ ইউজারের WhatsApp-এর প্রতি থাকা দুর্বলতাকে কাজে লাগিয়ে এবার প্রতারণার নতুন ফাঁদ পাতা হয়েছে। সম্প্রতি দেখা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নামে জাল ফোন নম্বর ব্যবহার করে আমজনতাকে কল করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে৷ যদিও এই প্রতারণার ধরণ আর পাঁচটা ভুয়ো কল স্ক্যামের থেকে আলাদা নয়। এগুলিতেও কলকারী বস, সহকর্মী, বড় কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভের নামে ভুয়ো পরিচয় দিয়ে গুরুত্ব পাওয়ার এবং তাদের পরিকল্পনাকে বাস্তব প্রমাণ করার চেষ্টা করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভুয়ো নম্বর ব্যবহার করে চালানো হচ্ছে WhatsApp স্ক্যাম
আইএএনএস (INS)-এর রিপোর্ট অনুযায়ী, বহু বড় মিডিয়া কোম্পানির প্রাক্তন কর্মচারীরা হোয়াটসঅ্যাপে অনেক নকল আন্তর্জাতিক কল পেয়েছেন। এক্ষেত্রে +1 (404), +1 (773)-এর মতো কোডযুক্ত আমেরিকান নম্বরগুলি থেকে ফোন এসেছে, যেখানে কলের অপরদিকে থাকা ব্যক্তি নিজেকে উচ্চপদস্থ কর্মকর্তা বলে পরিচয় দিয়েছে এবং কথা বলতে চেয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, জালিয়াতির এই ফাঁদ একেবারে নতুন নয়। মাত্র কয়েক মাস আগে, ভারতের বিভিন্ন জায়গার মানুষ অন্যান্য দেশ (যেমন আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো দূরবর্তী স্থান) থেকে অসংখ্য অবাঞ্ছিত কল পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। আর এই ধরণের কলগুলি থেকে আর্থিক ক্ষতি বা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কাও সামনে এসেছিল। আসলে বাইরের জায়গা থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসছে ভাবলেও, তা কিন্তু সবসময় সত্যি নয়। বরঞ্চ এক্ষেত্রে ভুয়ো নম্বর এবং কান্ট্রি কোড ব্যবহৃত হচ্ছে। শুধু তাই হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ছুড়িয়ে দেওয়া হচ্ছে জাল চাকরির অফার, ফ্রি রিচার্জের প্রলোভনও।
চোখ কান খোলা রেখে ব্যবহার করুন WhatsApp
হোয়াটসঅ্যাপে ক্রমশ জালিয়াতদের ভিড় বাড়তে থাকলে যে এটি ব্যবহারে সমস্যা বাড়বে তাতে সন্দেহ নেই। তবে একটু সতর্ক থাকলে বিপদ এড়ানো যাবে। যেমন এই প্ল্যাটফর্মে হুট করে কাউকে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেননা বা কোনো পেমেন্ট করবেননা। এক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) অপশন অন রাখুন। পাবলিক ওয়াই-ফাই কানেক্ট করে সংবেদনশীল কার্যকলাপ করার বিষয়টি এড়িয়ে চলুন। এছাড়া সময়ে সময়ে অ্যাপ আপডেট করুন এবং অজানা নম্বর থেকে আসা কল, মেসেজ না লিঙ্ক সম্পর্কে সতর্ক থাকুন।