- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- আর হ্যাক হবে না WhatsApp অ্যাকাউন্ট,...
আর হ্যাক হবে না WhatsApp অ্যাকাউন্ট, ভেরিফিকেশনের জন্য নতুন ফিচার আনছে সংস্থা
ইউজারদের অ্যাকাউন্টের সুরক্ষার বিষয়টিকে আরও আঁটোসাঁটো করতে খুব শীঘ্রই একটি নতুন ফিচার আনতে চলেছে বিশ্বের সর্বাধিক...ইউজারদের অ্যাকাউন্টের সুরক্ষার বিষয়টিকে আরও আঁটোসাঁটো করতে খুব শীঘ্রই একটি নতুন ফিচার আনতে চলেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। অ্যাপটির ফিচার ট্র্যাকার WabetaInfo সম্প্রতি এই খবরটি প্রকাশ্যে এনেছে এবং আসন্ন ফিচারটির বেশ কিছু স্ক্রিনশটও শেয়ার করেছে। নয়া ফিচারের দৌলতে ইউজাররা যখন একটি নতুন ডিভাইসে WhatsApp সেটআপ করার চেষ্টা করবেন, তখন তারা প্রাথমিক ডিভাইসের অ্যাপটির মধ্যে একটি ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড দেখতে পাবেন। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এন্টার করলে তবেই সেকেন্ডারি ডিভাইসের WhatsApp-এ লগইন করা যাবে। বর্তমানে গোটা বিশ্বজুড়ে সাইবার জালিয়াতির ঘটনা যেভাবে দ্রুত হারে বেড়ে চলেছে, তাতে লাগাম টানতেই সংস্থার তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নয়া ডিভাইসে WhatsApp ইনস্টল করতে হলে ব্যবহার করতে হবে ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড
খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে, আসন্ন ফিচারটি ইউজারদেরকে ব্যাপকভাবে উপকৃত করবে। আসলে অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীরা দুর্ঘটনাবশত তাদের ভেরিফিকেশন কোডটি অজানা লোকের সঙ্গে শেয়ার করে ফেলেন, যার জেরে তাদেরকে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হয়। তবে আলোচ্য ফিচারটির আগমন ঘটলে, নতুন কোনো ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার সময় যে অ্যাকাউন্টে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ লগইন করা রয়েছে, সেই ডিভাইসে একটি ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড পাবেন ইউজাররা। ফলে ব্যবহারকারীদের অজান্তে অন্য কেউ যদি তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করে, তাহলে তারা তৎক্ষণাৎ সে সম্পর্কে জেনে ফেলতে সক্ষম হবেন। আর এর ফলে নানাবিধ সাইবার জালিয়াতির ঘটনা যে এড়িয়ে চলা অনেকাংশে সম্ভবপর হবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।
আপাতত Android বিটায় আলোচ্য ফিচারটিকে দেখা গিয়েছে
স্ক্রিনশট অনুযায়ী, ভেরিফিকেশন কোডটি অ্যাপের মূল পেজে দৃশ্যমান হবে। এমনকি ইউজাররা অন্য কোনো ব্যক্তির সঙ্গে চ্যাটিংপর্ব জারি রাখার সময়ও এই কোডটি দেখতে পাবেন। যদিও এই ফিচারটি কবে নাগাদ লঞ্চ হবে, সে সম্পর্কে হোয়াটসঅ্যাপের তরফে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি; তবে WabetaInfo জানিয়েছে যে, মেসেজিং অ্যাপটির লেটেস্ট অ্যান্ড্রয়েড (Android) ২.২৩.১.১১ বিটা ভার্সনে আলোচ্য ফিচারটিকে দেখা গেছে। আবার, আইওএস (iOS) প্ল্যাটফর্মে কবে এটির দেখা মিলবে, সে বিষয়েও এই মুহূর্তে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আশা করা যেতে পারে যে, ইউজারদের সুবিধার্থে খুব শীঘ্রই উভয় প্ল্যাটফর্মের স্টেবল ভার্সনে এই ফিচারটি রোলআউট করবে হোয়াটসঅ্যাপ।
ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনার জন্য নতুন ফিচার রোলআউট করেছে WhatsApp
অন্যদিকে, হোয়াটসঅ্যাপ সম্প্রতি একটি নতুন ফিচার চালু করেছে, যার সুবাদে ‘ডিলিট ফর মি’ (Delete for me) অপশন ব্যবহার করে ডিলিট করা মেসেজগুলিকে 'আনডু' (Undo) করতে সক্ষম হবেন ইউজাররা। আসলে একটানা অনেকক্ষণ চ্যাট করতে করতে টাইপিং মিস্টেকের দরুন ভুলভাল মেসেজ অপরপক্ষের কাছে সেন্ড হয়ে গেলে নিজেদের ভুল শোধরাতে ব্যবহারকারীরা তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে উপলব্ধ ‘ডিলিট ফর এভরিওয়ান’ (Delete for everyone) ফিচারটির সাহায্য নেন। এর ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভুলবশত পাঠানো মেসেজ প্রেরক এবং রিসিভার উভয়ের চ্যাটবক্স থেকেই ডিলিট হয়ে যায়।
তবে অনেক ক্ষেত্রেই তাড়াহুড়োর চোটে Delete for everyone সিলেক্ট করার বদলে Delete for me অপশনটি সিলেক্ট করে ফেলেন ইউজাররা। এর সুবাদে সংশ্লিষ্ট ব্যবহারকারীর চ্যাটবক্স থেকে ভুল মেসেজটি উধাও হয়ে গেলেও রিসিভারের কাছে কিন্তু সেটি থেকেই যায়, যার ফলে এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় ইউজারদেরকে। তবে এই সমস্যার হাত থেকে ব্যবহারকারীদেরকে রেহাই দিতেই নয়া ফিচারটি রোলআউট করেছে WhatsApp। Meta মালিকানাধীন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, নবাগত ফিচারটির সহায়তায় ব্যবহারকারীরা দুর্ঘটনাবশত Delete for me অপশন ব্যবহার করে কোনো মেসেজ মুছে ফেললে সেটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য ৫ সেকেন্ড সময় পাবেন। এই স্বল্প সময়ের মধ্যে ‘Undo’ বাটনে ক্লিক করলেই ডিলিট হওয়া মেসেজটি আবার ফিরে আসবে।