WhatsApp: ভিডিও কলের সময় করা যাবে স্ক্রিন শেয়ার, কামাল করা ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ভালো ইউজার এক্সপিরিয়েন্স দিতে WhatsApp সবসময়ই কাজ করে চলেছে। এই কারণে প্রায়ই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে যুক্ত...
Anwesha Nandi 28 May 2023 2:36 PM IST

ভালো ইউজার এক্সপিরিয়েন্স দিতে WhatsApp সবসময়ই কাজ করে চলেছে। এই কারণে প্রায়ই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে যুক্ত হচ্ছে কোনো না কোনো ছোটো-বড় ফিচার। তবে এখন WhatsApp-এর একটি সম্ভাব্য ফিচার সম্পর্কে তথ্য প্রকাশিত হয়েছে, যা থেকে মনে হচ্ছে এবার মোবাইল অ্যাপটিতে ভিডিও কল করার অভিজ্ঞতা আরও মজাদার হয়ে উঠবে। আসলে করোনা অতিমারীতে যখন গোটা বিশ্ব গৃহবন্দী ছিল, ঠিক তখন থেকেই ভিডিও কল অপশনের ওপর জোর দিয়েছে WhatsApp – ভিডিও কলে পার্টিসিপেন্টের লিমিট বাড়ানো, লিঙ্ক তৈরি থেকে শুরু করে এখনও অবধি তারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ইত্যাদি একাধিক অপশন এনেছে। কিন্তু এখন WABetaInfo জানিয়েছে যে প্ল্যাটফর্মটি এবার ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করারও সুবিধা দেবে, ঠিক Google Meet-দের মতো।

Android-এ WhatsApp ব্যবহার করলে মিলবে এই ফিচার

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo সম্প্রতি জানিয়েছে যে, সংস্থাটি একটি নতুন ফিচার চালু করছে যা ইউজারদের ভিডিও কলের সময় সহজেই তাদের স্ক্রিন শেয়ার করতে দেবে। এই বৈশিষ্ট্যটি বর্তমানে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য ভার্সন ২.২৩.১১.১৯-এ উপলব্ধ। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর আগামী দিনগুলিতে এটি সবার হাতের মুঠোয় পৌঁছাবে।

কীভাবে কাজ করবে WhatsApp-এর স্ক্রিন শেয়ারিং ফিচার?

WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ইউজাররা কল কন্ট্রোল ভিউতে একটি নতুন আইকন দেখতে পাবেন যা ব্যবহার করে প্রয়োজনমতো স্ক্রিন শেয়ার করা সম্ভব হবে। আর এক্ষেত্রে যখন কেউ তাদের স্ক্রিন শেয়ার করার সিদ্ধান্ত নেবেন, তখন তাদের স্ক্রিন অন্যের কাছে প্রদর্শিত এবং রেকর্ড হবে। তবে এই গোটা বিষয় তথা অপশনটির ওপর ব্যবহারকারীদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

যেমন ভিডিও কল চলাকালীন তাদের স্ক্রিন কন্টেন্ট ক্রমাগত ট্রান্সমিশন হওয়া সত্ত্বেও, তারা যেকোনো সময় অপশনটি বন্ধ করতে পারবেন। এছাড়া ফিচারটি কেবল তখনই কাজ করবে, যখন আপনি আপনার স্ক্রিনের কন্টেন্ট শেয়ার করার অনুমতি দেবেন। অর্থাৎ এই নয়া ফিচার গুগল মিট জাতীয় ভিডিও কলিং অ্যাপগুলির মতোই সুবিধা দেবে।

Show Full Article
Next Story