- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- চ্যাটে পাঠানো ছবির ঠিকুজি-কুষ্ঠি বলে...
চ্যাটে পাঠানো ছবির ঠিকুজি-কুষ্ঠি বলে দেবে হোয়াটসঅ্যাপ! শীঘ্রই আসছে দারুণ ফিচার
WhatsApp Image Search Feature - হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ছবি ট্যাপ করে, থ্রি লাইন ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপর সেখানে সার্চ অপশনে ট্যাপ করতে হবে। ফিচারটির সুবিধা হল আপনি ছবিটি ডাউনলোড না করেই ওয়েবে সার্চ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপে দিনভর প্রচুর ছবি পাঠিয়ে থাকেন ইউজাররা। কিন্তু, এর মধ্যে কোন ছবিটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝা যায় না। তাই এবার চ্যাটে শেয়ার হওয়ার ছবির সত্যতা যাচাই করার জন্য নয়া ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এটাকে নাম দেওয়া হয়েছে সার্চ অন ওয়েব। আপনাকে যিনি ছবি পাঠাচ্ছেন তার সত্যতা জানার জন্য ওয়েবে সার্চ করে দেখতে পারবেন। এর জন্য অ্যাপ থেকে বেরিয়ে অন্য অ্যাপে যেতে হবে না। পুরো কাজটাই হবে হোয়াটসঅ্যাপে।
হোয়াটসঅ্যাপে নতুন ইমেজ সার্চ ফিচার
এই ফিচারটি অনেকটাই গুগলের রিভার্স ইমেজ সার্চের মতো। যেখানে ছবিতে ব্যক্তি অথবা জায়গা অথবা বস্তু সম্পর্কে বিশদ তথ্য জানতে পারবেন। গুগলের মতো এবার হোয়াটসঅ্যাপও সেই ফিচার নিয়ে কাজ শুরু করে দিল। আগামী আপডেটে ফিচারটি পেয়ে যাবেন ইউজাররা।
উল্লেখ্য, পরিসংখ্যান বলছে, প্রতিদিন ৭০০ কোটি ছবি শেয়ার করা হয় হোয়াটসঅ্যাপে। এআই আসার পর ছবি পাঠানোর প্রবণতা লাফিয়ে বাড়তে শুরু করেছে। কিন্তু এত সব ছবির মধ্যে কোনটা আসল তা ধরতে পারেনা অধিকাংশ ইউজার। তাছাড়া হোয়াটসঅ্যাপে অনেকই কোনও বর্ণনা ছাড়াই পণ্যের ছবি পাঠান। সেটা ঘড়ি, মোবাইল, ল্যাপটপ, জামাকাপড় বা অন্য কিছু হতে পারে। সেক্ষেত্রে ওই ছবি ওয়েবে সার্চ করে বিস্তারিত জেনে নিতে পারবেন ইউজার।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ছবি ট্যাপ করে, থ্রি লাইন ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপর সেখানে সার্চ অপশনে ট্যাপ করতে হবে। ফিচারটির সুবিধা হল আপনি ছবিটি ডাউনলোড না করেই ওয়েবে সার্চ করতে পারবেন। তবে পুরো বিষয়টি এনক্রিপ্টেড থাকবে বলে আশ্বাস দিয়েছে সংস্থা।
বর্তমানে সীমিত বিটা ব্যবহারকারীদের কাছে পরীক্ষার জন্য ফিচারটি রোল আউট করা হয়েছে। পরীক্ষা শেষ হলে ধাপে ধাপে বাকি ইউজারদের রোল আউট করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারটি ব্যবহার করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেট করে রাখতে হবে।
WhatsApp Image Search Feature - হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ছবি ট্যাপ করে, থ্রি লাইন ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপর সেখানে সার্চ অপশনে ট্যাপ করতে হবে। ফিচারটির সুবিধা হল আপনি ছবিটি ডাউনলোড না করেই ওয়েবে সার্চ করতে পারবেন।