- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- আরো একটি নতুন ফিচার আনার পথে WhatsApp,...
আরো একটি নতুন ফিচার আনার পথে WhatsApp, প্রোফাইল ফটোর জন্য ব্যবহার করা যাবে 'অবতার'!
কিছুদিন আগে প্রযুক্তিমহলে চর্চা চলছিল যে, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp...কিছুদিন আগে প্রযুক্তিমহলে চর্চা চলছিল যে, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) একটি নতুন ফিচার নিয়ে আসবে, যার মাধ্যমে ইউজাররা ভিডিও কল করার সময় নিজেদের ভিডিওর বদলে কাস্টমাইজড অবতার ব্যবহার করতে পারবেন। যদিও ঠিক কবে এই ফিচারটি উপলব্ধ হবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা মেলেনি। সেক্ষেত্রে সম্প্রতি শোনা যাচ্ছে শুধু স্ট্যাটাস নয়, বরঞ্চ এবার সংস্থাটি এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার সুবাদে Facebook (ফেসবুক)-এর মতো WhatsApp-এও ইউজাররা পাবেন কাস্টমাইজেবল অবতারের অপশন। অর্থাৎ, Facebook-এ যেমন নিজের ইচ্ছেমতো অবতার বানিয়ে নেওয়া যায়, ঠিক তেমনই WhatsApp-এও এবার ব্যবহারকারীরা তাদের প্রোফাইল ফটো হিসেবে নিজেদের অবতার ব্যবহার করতে সক্ষম হবেন।
WhatsApp প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করা যাবে পার্সোনালাইজড অবতার
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র এক সাম্প্রতিক রিপোর্ট এই খবরটি প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে অবতার প্রোফাইল পিকচার ফিচার। এর সুবাদে ব্যবহারকারীরা তাদের প্রোফাইল ইমেজ হিসেবে একটি পার্সোনালাইজড অবতার সেট করতে পারবেন। আসন্ন ফিচারটি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড (Android), আইওএস (iOS) এবং ডেস্কটপ (desktop)-এর বিটা ভার্সনে উপলব্ধ। ফলে একথা নিশ্চিতভাবে বলা যায় যে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি খুব শীঘ্রই বিশ্বব্যাপী সকল ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপে অবতার ফিচারটি রোলআউট করবে; তবে তার কোনো সুনিশ্চিত দিনক্ষণ এই মুহূর্তে জানা যায়নি।
নিজেদের পছন্দমতো ব্যাকগ্রাউন্ড কালার বেছে নিতে পারবেন ইউজাররা
এর পাশাপাশি WABetaInfo অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বিটা থেকে আসন্ন ফিচারটির বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছে। স্ক্রিনশটে দেখা গিয়েছে যে, যখন ইউজারদের জন্য এই ফিচারটির স্টেবল রোলআউট হবে, তখন এই পার্সোনালাইজড অবতারগুলিকে ইউজাররা হোয়াটসঅ্যাপে তাদের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন। সেইসাথে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ব্যাকগ্রাউন্ড কালারও বেছে নেওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারেই নয়, ফেসবুকের মত স্টিকার হিসেবে চ্যাটেও ব্যবহার করা যাবে এইসব কাস্টমাইজড অবতার।
ইমোজির মাধ্যমে দেওয়া যাবে স্ট্যাটাস আপডেটের রিঅ্যাকশন
এখানেই শেষ নয়! WABetaInfo-র আগের একটি প্রতিবেদন মারফত জানা গিয়েছে যে, খুব শীঘ্রই ইউজাররা ইনস্টাগ্রাম (Instagram) এবং ফেসবুক মেসেঞ্জার (Facebook Messenger)-এর অনুরূপ হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে ইমোজির মাধ্যমে কোনো স্ট্যাটাস আপডেটের রিঅ্যাকশন দিতে পারবেন। মূলত আসন্ন ফিচারটির সহায়তায় কোনো কমেন্টের সাথে সাথে ৮টি ইমোজি – চোখে হৃদয়ের ছবিযুক্ত হাসিমুখ (smiling face with heart eyes), আনন্দাশ্রুযুক্ত মুখ (face with tears of joy), হাঁ করা মুখ (face with open mouth), কান্নাকাটি করা মুখ (crying face), হাতজোড় করা (folded hands), হাততালি দেওয়া (clapping hands), পার্টি পপার (party popper) এবং হান্ড্রেড পয়েন্টস (hundred points) ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ২.২২.১৬.১০ আপডেটে এই ফিচারটিকে দেখা গিয়েছে, যা গুগল প্লে বিটা (Google Play Beta) প্রোগ্রামের মাধ্যমে উপলব্ধ।