চমকের শেষ নেই! এবার WhatsApp-এও আসছে 'ব্লু টিক' ভেরিফিকেশনের অপশন

গত ২০২৩ সালে আমরা WhatsApp-এর অনেক নতুন ফিচারের সাক্ষী থেকেছি। তবে এই নতুন বছরে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং...
Anwesha Nandi 11 Jan 2024 2:03 PM IST

গত ২০২৩ সালে আমরা WhatsApp-এর অনেক নতুন ফিচারের সাক্ষী থেকেছি। তবে এই নতুন বছরে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি আরও চমক দিতে চলেছে বলে মনে হচ্ছে। আসলে সম্প্রতি জানা গিয়েছে যে, Meta মালিকানাধীন WhatsApp এবার তার সিস্টার প্ল্যাটফর্ম Facebook ও Instagram-এর মতো ভেরিফিকেশন ব্যাজ আনার প্রস্তুতি নিচ্ছে। তবে 'ব্লু টিক' (Blue Tick) নামে পরিচিত এই বিশেষ ভেরিফিকেশন সাইনটি শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর ব্যবহারকারীরাই পাবেন।

কারা WhatsApp-এ ব্লু টিক পাবেন?

হোয়াটসঅ্যাপের মালিক সংস্থা মেটার ঘোষণা অনুযায়ী, ব্লু টিক বা ভেরিফিকেশন ব্যাজ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস (Business) অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। ফিচারটি এখনও রোলআউট হয়নি, তবে হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo জানিয়েছে খুব শীঘ্রই নতুন আপডেটের পর বিজনেস ইউজাররা তাদের সেটিংসে একটি নতুন বিকল্প খুঁজে পাবে। এটি তাদের বিজনেট অ্যাকাউন্ট ভেরিফাই করার সুবিধা দেবে।

উল্লেখ্য, এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আগ্রহী ইউজারদের একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে বলে জানা গিয়েছে। যদিও এর জন্য কোনো খরচ হবে কিনা বা হলেও তার সম্ভাব্য অঙ্কটা কত হতে পারে, সে বিষয়ে স্পষ্টতা মেলেনি।

এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও এই ভেরিফিকেশনের ব্যাপারটি ঐচ্ছিক বা অপশনাল হবে। ইউজাররা না চাইলে এটি কাজে নাও লাগাতে পারেন, আর এতে তাদের প্ল্যাটফর্মটি ব্যবহারে কোনো সমস্যা হবেনা।

Show Full Article
Next Story