আরও বদল আনতে চলেছে WhatsApp, এবার গ্রুপ অ্যাডমিনরা পাবেন এই বিশেষ ক্ষমতা

সাম্প্রতিক সময়ে WhatsApp-কে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে এর মালিক সংস্থা Meta। আর এই কারণে প্ল্যাটফর্মটিতে প্রায়শই নতুন ফিচার বা পরিবর্তন দেখা যাচ্ছে। বিগত কয়েকদিনে WhatsApp…

সাম্প্রতিক সময়ে WhatsApp-কে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে এর মালিক সংস্থা Meta। আর এই কারণে প্ল্যাটফর্মটিতে প্রায়শই নতুন ফিচার বা পরিবর্তন দেখা যাচ্ছে। বিগত কয়েকদিনে WhatsApp নতুন ইমোজি থেকে শুরু করে নিজেকে নিজে মেসেজ করা, ডকুমেন্ট শেয়ার বা মিডিয়া ফরোয়ার্ড করার সময় ইচ্ছেমতো ক্যাপশন লেখার মত একাধিক ফিচার নিয়ে এসেছে। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে যে, তারা এবার গ্রুপের অ্যাডমিনদের জন্য আরও একটি নতুন সুবিধা চালু করার কথা ভাবছে। WhatsApp-এর ফিচার ট্র্যাকার WABetaInfo হালফিলে জানিয়েছে যে, সংস্থাটি এখন অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ‘অ্যাডমিন রিভিউ’ (Admin Review) নামে একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা অ্যাডমিনদের আরও ভালভাবে গ্রুপগুলি পরিচালনা করতে সহায়তা করবে। একবার ফিচারটি চালু হয়ে গেলে গ্রুপ মেম্বাররা কোনো মেসেজ সম্পর্কে অ্যাডমিনের কাছে রিপোর্ট করতে পারবেন।

কীভাবে কাজ করবে নতুন ‘Admin Review’ ফিচার?

আগেই বলেছি, হোয়াটসঅ্যাপে ‘অ্যাডমিন রিভিউ’ ফিচার চালু হয়ে গেলে গ্রুপের যেকোনো সদস্য যেকোনো মেসেজ নিয়ে অ্যাডমিনকে রিপোর্ট করতে সক্ষম হবেন। সেক্ষেত্রে যদি অ্যাডমিন মনে করেন যে, কোনো মেসেজ সঠিক নয় বা সেটি গ্রুপের নিয়ম লঙ্ঘন করছে, তাহলে সেই মেসেজের বিরুদ্ধে তিনি দ্রুত পদক্ষেপ নিতে পারবেন – এমনকি ওই আপত্তিকর মেসেজ গ্রুপ থেকে ডিলিট করে দেওয়ার সুবিধা পাবেন তাঁরা।

রিপোর্ট অনুযায়ী, ‘অ্যাডমিন রিভিউ’ ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েড বিটায় চালু হবে। অনুমান করা হচ্ছে, অদূর ভবিষ্যতে এটি গ্রুপ সেটিংস বিভাগে উপলব্ধ হবে, যা শুধু অ্যাডমিনরা অ্যাক্সেস করতে পারবেন।

ফোনের পাশাপাশি ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য এই ফিচার আনছে WhatsApp

ইতিমধ্যে, হোয়াটসঅ্যাপ কিছু বিটা টেস্টারদের জন্য অ্যান্ড্রয়েড ট্যাবলেটে একটি নতুন ‘সাইড-বাই-সাইড’ (side-by-side) ফিচার চালু করতে চলেছে বলে জানা গেছে। এছাড়া শোনা যাচ্ছে যে, খুব শীঘ্রই ইন্ডিভিজ্যুয়াল চ্যাট লক, ভয়েস নোট ট্রান্সক্রিপশন ইত্যাদি ফিচারও প্ল্যাটফর্মটিতে যুক্ত হবে।