নতুন ফিচার: এবার WhatsApp স্ট্যাটাস সেভ রাখা যাবে 30 দিন অবধি, করা যাবে আবার শেয়ারও

WhatsApp-এর Android ইউজারদের জন্য আবার একটি দুর্দান্ত ফিচার আনতে চলেছে। অন্তত নতুন রিপোর্ট তাই-ই বলছে! আসলে বিগত...
Anwesha Nandi 30 May 2023 4:22 PM IST

WhatsApp-এর Android ইউজারদের জন্য আবার একটি দুর্দান্ত ফিচার আনতে চলেছে। অন্তত নতুন রিপোর্ট তাই-ই বলছে! আসলে বিগত কয়েকদিনে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি নতুন ইউজার ইন্টারফেস (UI), মেসেজ এডিট, পার্সোনাল চ্যাট লক ইত্যাদি একাধিক নতুন ফিচার চালু করেছে, যেগুলির অ্যাক্সেস এখনও সবাই (মূলত স্টেবল ইউজাররা) পাননি। তবে এরই মধ্যে WABetaInfo ওয়েবসাইট তাদের সাম্প্রতিক রিপোর্টে দাবি করেছে যে, WhatsApp এখন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যা ইউজারদের তাদের আগের স্ট্যাটাস আপডেট পুনরায় শেয়ার করার অপশন দেবে। এই নতুন ফিচারটির নাম হবে 'স্ট্যাটাস আর্কাইভ' (Status Archive), আর এটি ব্যবসায়িক অ্যাকাউন্টগুলির জন্য অত্যন্ত কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

২৪ ঘণ্টা পরেও স্ট্যাটাস সেভ থাকবে WhatsApp অ্যাকাউন্টে

হোয়াটসঅ্যাপের খুঁটিনাটি আপডেট ট্র্যাকার WABetaInfo আসন্ন ফিচার সম্পর্কে একটি স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানে দেখা গেছে এটি চালু হওয়ার পর স্ট্যাটাস ট্যাবে একটি নোটিফিকেশন প্রদর্শিত হবে এবং তা ইউজারদের অ্যাকাউন্টের জন্য স্ট্যাটাস আর্কাইভ হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করবে। যদি ফিচারটি সক্রিয় হয় তাহলে অ্যাপ স্ক্রিনে 'ইওর স্ট্যাটাস আপডেটস উইল বি আর্কাইভ অন ইওর ডিভাইস আফটার ২৪ আওয়ার্স' (Your Status Updates will now be archived on your device after 24 hours) লেখাটি ভেসে উঠবে।

WhatsApp-এর 'Status Archive' ফিচারের সুবিধা

এই মুহূর্তে আপনার হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস দিলে তা ২৪ ঘণ্টা পরে নিজে নিজেই ডিলিট হয়ে যায়। তবে নতুন 'স্ট্যাটাস আর্কাইভ' ফিচার চালু হলে ইউজাররা সেই ডিলিট হয়ে যাওয়া স্ট্যাটাস আবার শেয়ার করে সেটিকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। এক্ষেত্রে ইউজাররা স্ট্যাটাস আপডেটগুলি তাদের ফোনে ৩০ দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, নয়া স্ট্যাটাস আর্কাইভ টুলটি বিশেষভাবে ব্যবসায়ী ইউজারদের জন্য তৈরি করা হচ্ছে জানা গিয়েছে। বর্তমানে এটিকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যান্ড্রয়েড বিটা (ভার্সন ২.২৩.১১.১৮) ইউজারদের নির্বাচন করার জন্য রোল আউট করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে এটি সবার জন্য চালু হতে পারে।

Show Full Article
Next Story