- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- Chat Backup: WhatsApp এর নতুন চাল, চ্যাট...
Chat Backup: WhatsApp এর নতুন চাল, চ্যাট ব্যাকআপের জন্য দিতে হবে পয়সা
মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) এবার বিনামূল্যে চ্যাট ব্যাকআপের সুবিধা বাতিল করতে...মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) এবার বিনামূল্যে চ্যাট ব্যাকআপের সুবিধা বাতিল করতে চলেছে। এবার থেকে চ্যাট ব্যাকআপের জন্য টাকা দিতে হবে এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের ইউজারদের। হোয়াটসঅ্যাপের একটি বিটা ভার্সন থেকে এটার ইঙ্গিত মিলেছে। পাশাপাশি সংস্থাটি নোটিফিকেশন পাঠাচ্ছে।
উল্লেখ্য, এখনও WhatsApp আগের মতোই ব্যাকআপের জন্য ব্যবহারকারীদের গুগল ড্রাইভ এর সুবিধা দিলেও, আর আনলিমিটেড স্টোরেজের ফায়দা মিলবে না। এবার থেকে চ্যাট ব্যাকআপের জন্য জিমেইল অ্যাকাউন্টের সাথে উপলব্ধ ১৫ জিবি স্টোরেজে ব্যবহার করা যাবে। যেখানে ইতিমধ্যেই আপনার গুগল ফটো, ড্রাইভ ইত্যাদি মজুত রয়েছে।
যদি আপনার জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ কম থাকে এবং WhatsApp চ্যাটের ফাইল সাইজ বেশি হয়, তাহলে স্টোরেজ বাবদ টাকা দিতে হবে। এর জন্য আপনাকে গুগলের Google One প্ল্যান নিতে হবে।
হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই এই বিষয়ে নোটিফিকেশন পাঠাচ্ছে। নোটিফিকেশনে বলা হয়েছে, "আপনার চ্যাট এবং মিডিয়া গুগল অ্যাকাউন্টের স্টোরেজে ব্যাকআপ রাখুন। নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার পর তা পুনরুদ্ধার করতে পারবেন। এই নোটিফিকেশনটি বর্তমানে অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন ২.২৪.৩.২১-এ পাওয়া যাচ্ছে।
বিনামূল্যে হোয়াটসঅ্যাপ চ্যাটের বিকল্প কী?
আপনি যদি বিনামূল্যে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি ব্যাকআপ রাখতে চান তবে আপনাকে ছোট ফাইল আপলোড করতে হবে। এছাড়া যেসব ছবি ও ভিডিও আপনার প্রয়োজন নেই সেগুলো ডিলিট করতে পারেন।