- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- এক ক্লিকেই পড়া যাবে ডিলিট করা মেসেজ,...
এক ক্লিকেই পড়া যাবে ডিলিট করা মেসেজ, WhatsApp আনছে নতুন ফিচার
বিশ্বব্যাপী বিপুল সংখ্যক ইউজারের কথা মাথায় রেখে, WhatsApp (হোয়াটসঅ্যাপ) প্ল্যাটফর্মটিকে আরও উন্নত করার জন্য প্রতিনিয়তই...বিশ্বব্যাপী বিপুল সংখ্যক ইউজারের কথা মাথায় রেখে, WhatsApp (হোয়াটসঅ্যাপ) প্ল্যাটফর্মটিকে আরও উন্নত করার জন্য প্রতিনিয়তই অহরহ পরিশ্রম করে চলেছে। এই কারণে প্রায়শই আসছে নানাবিধ নতুন ফিচার বা আপডেট। এই মুহূর্তে WhatsApp-এ একাধিক মজাদার তথা কার্যকর ফিচার উপলব্ধ রয়েছে। তবে এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফিচার হল, কাউকে ভুল করে সেন্ড করে ফেলা কোনো মেসেজ ডিলিট করার অপশন। আসলে কাজের প্রয়োজনে বা নিতান্ত সাধারণ কথাবার্তার জন্য রোজ বহু মেসেজ এই প্ল্যাটফর্মটির মারফত করা হয়ে থাকে। সেক্ষেত্রে একটানা অনেকক্ষণ চ্যাট করতে করতে টাইপিং মিস্টেকের দরুন ভুলভাল মেসেজ লেখা এবং তা অপরপক্ষের কাছে সেন্ড হয়ে যাওয়ার মতো ঘটনাগুলি ইউজারদের সাথে প্রায়শই ঘটে থাকে। তবে নিজেদের ভুল শোধরাতে WhatsApp-এ উপলব্ধ উক্ত ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা চাইলেই তাদের প্রেরিত মেসেজ তৎক্ষণাৎ (অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে) ডিলিট করতে পারেন। কিন্তু ডিলিট করা মেসেজ রিকভার (পুনরুদ্ধার) করতে হলে, তখন কী করণীয়?
আমরা সবাই জানি যে হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করার জন্য দুটি অপশন ব্যবহৃত হয়, যার মধ্যে একটি হল 'ডিলিট ফর মি' (Delete for me) এবং অপরটি 'ডিলিট ফর এভরিওয়ান' (Delete for everyone)। প্রথম অপশনটি সিলেক্ট করলে মেসেজটি সংশ্লিষ্ট ইউজারের চ্যাট থেকে মুছে যায়। আর দ্বিতীয়টি সিলেক্ট করলে মেসেজটি দু তরফেই সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যায়, রিসিভার বা সেন্ডার কেউই তা দেখতে পান না। এক্ষেত্রে আমরা অনেকসময় ভুলবশত বা অন্য কোনো কারণে 'ডিলিট ফর মি' অপশন ব্যবহার করে হোয়াটসঅ্যাপ মেসেজ মুছে দিই; কিন্তু তাতে পরে সেই মেসেজ রিসিভারের কাছে থাকলেও সেন্ডার দেখতে পায়না। এই পরিস্থিতিতে ডিলিট করা মেসেজ রিকভার করার জন্য এতদিন পর্যন্ত ব্যবহারকারীদেরকে মূলত থার্ড-পার্টি অ্যাপ ইন্সটল করতে হতো। কারণ হোয়াটসঅ্যাপের নিজস্ব কোনো ফিচার নেই যার সাহায্যে চাইলেও ইউজাররা ডিলিট করা মেসেজ পুনরায় পড়তে পারবেন। কিন্তু দিন এগোচ্ছে! এখন এই সমস্যার সুরাহা করতে সংস্থাটি বর্তমানে একটি নতুন ফিচার আনার জন্য জোরকদমে কাজ করছে, যার সুবাদে নিজেদের ডিলিট করা মেসেজ পুনরুদ্ধার করতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।
ডিলিট করা মেসেজ রিকভার করতে পারবেন WhatsApp ইউজাররা
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার Wabetainfo-র রিপোর্ট অনুযায়ী, এই আসন্ন ফিচারটিকে সংস্থার লেটেস্ট অ্যান্ড্রয়েড বিটা আপডেটে দেখা গিয়েছে। Wabetainfo জানিয়েছে যে, যদি ইউজাররা ভুলবশত কোনো মেসেজ সেন্ড করার পর তা ডিলিট করে ফেলেন, তাহলে আলোচ্য ফিচারটির মারফত হোয়াটসঅ্যাপ ইউজারদের সেই মেসেজটিকে পুনরুদ্ধার করার জন্য একটি 'আনডু' (Undo) বাটন প্রোভাইড করবে। এই বাটনটিতে ক্লিক করলেই ব্যবহারকারীরা ডিলিট করা মেসেজটি পুনরায় ফেরত পাবেন। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে – ইউজাররা যদি 'ডিলিট ফর মি' অপশনটি চুজ করার পর কোনো মেসেজ পুনরুদ্ধার করতে চান, কেবলমাত্র তাহলেই কিন্তু তারা সেই মেসেজটি আবার পড়ার সুযোগ পাবেন। এছাড়া মেসেজ ডিলিটের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 'আনডু' বাটনে ক্লিক করলেই ইউজাররা সেটিকে পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন। সম্ভবত 'ডিলিট ফর এভরিওয়ান' অপশনের ক্ষেত্রে ফিচারটি কার্যকরী হবে না!
শীঘ্রই সমস্ত WhatsApp বিটা টেস্টাররা পাবেন 'Undo' বাটন
আপনাদের জানিয়ে রাখি যে, আপাতত এই ফিচারটিকে কেবলমাত্র নির্বাচিত বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হয়েছে। ফিচারটি ব্যবহার করতে চাইলে বিটা টেস্টারদেরকে অবশ্যই Google Play Store (গুগল প্লে স্টোর) থেকে WhatsApp-এর লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিতে হবে। তবে লেটেস্ট বিটা ভার্সন ইন্সটল করা সত্ত্বেও যদি 'ডিলিট ফর মি' অপশনে ক্লিক করার পর উপরোক্ত স্ন্যাকবারটি প্রদর্শিত না হয়, তাহলে ধরে নিতে হবে যে সংশ্লিষ্ট বিটা ব্যবহারকারীর জন্য এই ফিচারটিকে উপলব্ধ করা হয়নি। সেক্ষেত্রে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কেননা আগামী কিছুদিনের মধ্যেই যাতে সকল বিটা ইউজাররা আলোচ্য ফিচারটি ব্যবহার করতে পারেন, তার জন্য WhatsApp বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছে।