- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- মিশে যাচ্ছে WhatsApp ও Instagram, নয়া...
মিশে যাচ্ছে WhatsApp ও Instagram, নয়া ফিচার আসতেই মজা হবে দ্বিগুণ
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে Meta পরিবারের অনেক অ্যাপ যেমন Facebook,...বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে Meta পরিবারের অনেক অ্যাপ যেমন Facebook, Instagram, WhatsApp ইত্যাদি। এই অ্যাপগুলিকে সংযুক্ত করার জন্য সংস্থাটি ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবর্তন করেছে। এখন আবার WhatsApp-এও এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। আসলে এই মেসেজিং অ্যাপকে ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত করতে কাজ চলছে।
আমরা জানি, WhatsApp এর নতুন ফিচারগুলো সব ব্যবহারকারীর জন্য চালু করার আগে বিটা ভার্সনে টেস্ট করা হয়। এখন অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে একটি ফিচার খুঁজে পাওয়া গেছে, যেখানে ব্যবহারকারীরা Instagram-এ তাদের WhatsApp স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। এই ফিচারটি ইতিমধ্যেই আইওএস ভার্সনে দেখা গেছে। এর আগে Facebook ও Instagram এবং Facebook ও WhatsApp-এ ক্রস পোস্ট করার অপশন দেওয়া হয়েছিল।
এদিকে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম উভয় জায়গাতেই স্ট্যাটাস শেয়ার করার সুবিধা পাওয়ার ফলে ব্যবহারকারীদের একই পোস্ট বারবার করতে হবে না। এতদিন যেখানে ব্যবহারকারী যদি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম দু'জায়গাতেই একই স্ট্যাটাস বা স্টোরি শেয়ার করতে চাইত, তাহলে তাকে আলাদা অ্যাপে গিয়ে দুবার তা শেয়ার করতে হতো।
নয়া ফিচার চলে আসার পরে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা 'প্রাইভেসি সেটিংস'-এ নতুন অপশন দেখতে পাবেন। তারা সহজেই ভিউয়ার বাছাই করার সুযোগ পাবেন। এছাড়া কোনো ব্যবহারকারী যদি ক্রস-পোস্ট করতে না চান, তাহলে তিনি আগের মতোই অপশনটি ডিজেবল রাখতে পারবেন।